
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর থানার হাজীগঞ্জ এম সার্কাস এলাকার মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে মজিবর (৫৭) নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ ও কোর্টে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে কাকুলী আক্তার (২৭) স্বামী প্রবাস থাকায় তার দুই কন্যা সন্তান নিয়ে হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় মজিবুরের বাড়িতে ভাড়া থাকতেন। সেই সুবাদে মজিবুর তাকে দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব দিয়ে আসছে। শুধু তাই নয় মোটা অংকের অর্থের লোভ দেখিয়ে ও রাজি করাতে পারেনি। অবশেষে গত ১০ আগষ্ট বাচ্চাদের জন্য বই কিনতে গেলে অপহরণ করে নিয়ে যায় তাকে। কোথাও খোজাখুঁজি করে না পেলে নারায়ণগঞ্জ কোর্টে একটি নারীও শিশু নির্যাতন মামলা দায়ের করা হলে তিনদিন পর বন্দরের কদম রসূল কলেজ এলাকায় ফেলে রেখে যায়। পরবর্তীতে এই মামলার তদন্ত পিবিআই গ্রহন করলে, মা ও মেয়ে সাক্ষ্য দিতে যাওয়ার পথে গত বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ, জালকুড়ি এলাকায় ফিল্ম স্টাইলে রাস্তা আটকিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ ২৫ হাজার টাকা, ৮ আনা ওজনের স্বর্ণালংকার সহ মেয়ে কাকুলীকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগে আরো বলা হয়েছে যে মেয়ের মা জিয়াসমিন বাধাঁ দিলে তাকে কিল-ঘুষি লাথি মারিয়া অজ্ঞান করে রেখে চলে যায়। পরে আশেপাশে লোকজন তাকে খানপুর ৩০০ শর্য্য হাসপাতালে ভর্তি করান। এখনো পর্যন্ত মেয়ের কোন সন্ধন মেলেনি। পরে সিদ্ধিরগঞ্জ থানায় জিয়াসমিন আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানান মজিবুর এম সার্কাসের কেউ না। কুমিল্লা থেকে এসে চুরি, ছিনতাই করে এখানে একটি বাড়ি নির্মাণ করে। মূলত সে একজন ট্রাক চালক। বর্তমানে তার দাড়ি টুপি লাগিয়ে বেশভূষা থাকলেও সে নারী লোভী। এর আগেও একাধিক মহিলাদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে। এলাকার মানুষ ভালো তাই কিছু বলেনা। কিন্তু সে নিজে থেকেই সংশোধন হয়নি। নাম বলতে অনিচ্ছুক একজন জানান মজিবুর এলাকার অধিকাংশ মহিলাদের সাথে পরকীয়ায় লিপ্ত, তার ভিডিও ও ছবি অনেকের কাছেই আছে। পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি এধরনের কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হউক। এবিষয়ে মেয়ের বাবা আব্দুল কাদির জানান আমার মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে কুপ্রস্তাবে রাজি করতে চেষ্টা করেছে সে কিছুই করতে পারে নাই। পরে অপহরণ করে নিয়ে গেছে। আমি র্যাব ১১ অফিসেও অভিযোগ করেছি। আমি পুলিশ প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চাই। আর কুলাঙ্গার মজিবুরকে দ্রত গ্রেফতার দাবি করছি।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯