আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১:০৪

নুরের ওপর হামলার প্রতিবাদে না’গঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৫ | ৭:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল শনিবার চাষাঢ়া শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, নূর ভাইকে অনেকে বলেন বিকাশ নূর মোসাদ নূর। আমরা বাঙালি জাতি দুইটা রাজনৈতিক দলকে জানি আর কাউকে জানি না। নূর গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। যে মানুষের অধিকারের জন্য বলিষ্ঠ কন্ঠে কথা বলে গিয়েছে। তিনি আরও বলেন, আমরা মনে করি হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনে এখনও দোসররা লুকিয়ে আছে। তাদের বের করতে হবে। সুবিচার সুশাসন নিশ্চিত করতে হবে। প্রশাসন নিরপেক্ষ না হলে দেশ সভ্য হবে না। আওয়ামী লীগের অক্সিজেন ছিল জাপা। জিএম কাদেরকে গ্রেপ্তারসহ এই জাপার নিবন্ধন বাতিল করতে হবে। এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া গত শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, “দেশ ও দেশের জনগণের কল্যাণে কথা বলতে গিয়ে যে রক্ত দেওয়া হয়েছে তার প্রতিদান দেশের মানুষই দেবে। ভিপি নুর ফ্যাসিস্ট সরকারের আমলেও জনগণের পক্ষে কথা বলে নির্যাতনের শিকার হয়েছিলেন—এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।” নেতারা আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের কাছে এই বর্বরোচিত হামলায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। মশাল মিছিলে অংশ নেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সহসভাপতি নাজমুল হাসান, মহানগর সভাপতি আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকার নেতা আরিয়ান রিপনসহ অন্যান্য নেতা-কর্মীরা। রাত ১১টা ২ মিনিটে অবরোধ তুলে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল ও এনসিপির নেতা-কর্মীরাও সংহতি জানিয়ে অংশ নেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা