
ডান্ডিবার্তা রিপোর্ট
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল শনিবার চাষাঢ়া শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, নূর ভাইকে অনেকে বলেন বিকাশ নূর মোসাদ নূর। আমরা বাঙালি জাতি দুইটা রাজনৈতিক দলকে জানি আর কাউকে জানি না। নূর গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। যে মানুষের অধিকারের জন্য বলিষ্ঠ কন্ঠে কথা বলে গিয়েছে। তিনি আরও বলেন, আমরা মনে করি হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনে এখনও দোসররা লুকিয়ে আছে। তাদের বের করতে হবে। সুবিচার সুশাসন নিশ্চিত করতে হবে। প্রশাসন নিরপেক্ষ না হলে দেশ সভ্য হবে না। আওয়ামী লীগের অক্সিজেন ছিল জাপা। জিএম কাদেরকে গ্রেপ্তারসহ এই জাপার নিবন্ধন বাতিল করতে হবে। এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া গত শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, “দেশ ও দেশের জনগণের কল্যাণে কথা বলতে গিয়ে যে রক্ত দেওয়া হয়েছে তার প্রতিদান দেশের মানুষই দেবে। ভিপি নুর ফ্যাসিস্ট সরকারের আমলেও জনগণের পক্ষে কথা বলে নির্যাতনের শিকার হয়েছিলেন—এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।” নেতারা আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের কাছে এই বর্বরোচিত হামলায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। মশাল মিছিলে অংশ নেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সহসভাপতি নাজমুল হাসান, মহানগর সভাপতি আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকার নেতা আরিয়ান রিপনসহ অন্যান্য নেতা-কর্মীরা। রাত ১১টা ২ মিনিটে অবরোধ তুলে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল ও এনসিপির নেতা-কর্মীরাও সংহতি জানিয়ে অংশ নেন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯