
ডান্ডিবার্তা রিপোর্ট
সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা অবহেলায় রুবিনা আক্তার নামে এক স্বাস্থ্য কর্মীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে লিখিত সাক্ষ্যও দিয়েছে ওই স্বাস্থ্য কর্মীর ছেলে ও ভাই। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৩ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালটিতে ভর্তি হন রুবিনা আক্তার। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন। ওইদিন দুপুর দুইটায় প্রো অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হলেও রাত আটটা পর্যন্ত তাকে সেখানের কোনো চিকিৎসক সশরীরে পরীক্ষা করে দেখেননি। রাত আটটার পর ডিউটি ডাক্তার রোগীর অবস্থা গুরুতর বলে জানান এবং রাত দশটার দিকে কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করাতে দেন। রাত বারোটায় রোগীকে প্রথম কনসালটেন্ট ডাক্তার দেখেন এবং একটার দিকে রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকলেও বিশেষায়িত চিকিৎসা বা বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর কোনো ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করেনি। পরে রাত দুইটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হলেও তার কিছুক্ষণ পর তিনি মারা গেছেন বলে স্বজনদের জানানো হয়। গত ২৬ আগস্ট এ ঘটনায় বিউটি আক্তারের ভাই মফিজুল ইসলাম জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ তোলেন। পরে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। মফিজুল ইসলাম বলেন, “দুপুর থেকে রাত আটটা পর্যন্ত আমি বারবার বলার পরও কোনো ডিউটি ডাক্তার আমার বোনকে সশরীরে গিয়ে দেখেননি। নার্সদের মাধ্যমে শুধু স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয় তাকে। আমরা সুযোগ-সুবিধা ভালো পাবো চিন্তা করে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বোনকে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে একজন কনসালটেন্ট থাকার কথা থাকলেও তিনি ছিলেন না, অপরজনও ছিলেন কুমিল্লায়। কিন্তু তিনি আসেন রাত বারোটায়। ইতোমধ্যে আমার বোনের অবস্থার ভয়ানক অবনতি হয়ে যায়। এ ধরনের চিকিৎসা অবহেলার প্রতিকার চাই আমরা।” গত সোমবার তদন্ত কমিটি ভুক্তভোগী পরিবারের সঙ্গে কমিটির প্রধান ডা. উম্মে ফারহানার কার্যালয়ে কথা বলেন এবং ভুক্তভোগী পরিবারের দুইজন সদস্য লিখিতভাবে ঘটনার বিবরণও দেন। পরে দুপুরে তদন্তের প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজ ও হাসপাতালেও যান কমিটির সদস্যরা। তবে, তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ তদন্ত কমিটির প্রধান ডা. উম্মে ফারহানা। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।”
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯