আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | ভোর ৫:৪৪

সোনারগাঁয়ে আওয়ামী দোসর ফারুক ও ইকবাল অধরা

ডান্ডিবার্তা | ০৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রশাসনের তেমন নজর না থাকায় সোনারগাঁ উপজেলার ভাটি বন্দর গ্রামের আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজি মামলার আসামী ওমর ফারুক ও ইকবাল হোসেন এখানো অধরা রয়েছে। এই দুই চাঁদাবাজসহ তাদের বাহিনীর সদস্যরা বিভিন্ন কায়দায় হঠাৎ রাস্তায় বেরিয়ে ঝটিকা মিছিল করে আবার নিমিষেই লুকিয়ে যায়। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী দোসররা বার বার মাথাচারা দেওয়ার চেষ্টা করছে। আর অন্যদিকে সোনারগাঁ থানা পুলিশ নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের ধাপ্পাবাজ প্রতারক ওমর ফারুক ও ইকবাল হোসেন গাঁ ঢাকা দিয়ে থাকলেও সম্প্রতি তারা মাথাচারা দিয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে সংঘঠিত করে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। মেঘনা ঘাট, বৈদ্যের বাজার ও ভাটি বন্দর এলাকায় ফারুক ও ইকবালের সংঘবদ্ধ ঘাটি রয়েছে। বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে জিম্মি করে আদায় করে নিচ্ছে মোটা অংকের টাকা। সম্প্রতি অপহরণ, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ঢাকা ডিএমপির কদমতলী থানায় ওমর ফারুক ও ইকবাল হোসেন এর বিরুদ্ধে একটি ফোজদারী মামলা দায়ের হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ সদর থানায় আরেকটি মারধর ও চাঁদাবাজির অভিযোগে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশের আইজির নিকট তাদের গ্রেফতারের জন্য আরো একটি লিখিত অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এলাকার মধ্যে তাফালিং করে কিশোর গ্যাংয়ের মতো অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বর্তমান সরকার বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষ করে তাদের ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে সংগঠিত এবং সরকার বিরোধী প্রচারনা চালাচ্ছে জোরেসোরে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় সচেতন মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা