
ডান্ডিবার্তা রিপোর্ট
বয়সের ভারে ন্যুব্জ হলেও হাল ছাড়েননি শতবর্ষী বৃদ্ধা ফজিলাতুন্নেছা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার সংলগ্ন দোয়েল প্লাজার একপাশে ছোট্ট এক বলায় আমড়া ও জাম্বুরা বিক্রি করে জীবনযাপন করছেন তিনি। দিনে আয় হয় মাত্র তিন থেকে চারশ টাকা, কখনও আরও কম। সেই টাকাতেই চলছে তার একাকী জীবন। গতকাল মঙ্গলবার দুপুরে জীবন সংগ্রামে অপরাজেয় এ নারীর খবর পেয়ে সরজমিনে গিয়ে খাদ্য ও অর্থ সহায়তা দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, “শতবর্ষী ফজিলাতুন্নেছা বয়সের বাঁধা অতিক্রম করেও আত্মসম্মান ধরে রেখেছেন। কারও কাছে হাত না পেতে নিজের জীবিকা নিজেই অর্জন করছেন—এটি সবার জন্য অনুসরণীয়।” তিনি ফজিলাতুন্নেছার সংগ্রামী মানসিকতার প্রশংসা করেন। ডিসি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে সমাজসেবা অফিসের মাধ্যমে ফজিলাতুন্নেছার বয়স্ক ভাতার কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি তার মতো সংগ্রামী মানুষদের সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে। উপহার সামগ্রী পেয়ে আবেগাপ্লুত ফজিলাতুন্নেছা বলেন, “যতদিন বেঁচে আছি, কারও কাছে হাত পেতে কিছু নেবো না। ভিক্ষা নয়, কর্ম করেই জীবন চালাবো।” জানা যায়, ফজিলাতুন্নেছার জীবনে নেই মা-বাবা, ভাইবোন কিংবা সন্তান। বর্তমানে তিনি শহরের দেওভোগ এলাকার মঞ্জু আলীর বাড়িতে বসবাস করছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাইমা ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, শহর কার্যালয়ের অফিসার এ কে এম সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯