আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ২:৪২

ঢাবি শিক্ষার্থীদের সাথে অধ্যাপক মামুন মাহমুদের মতবিনিময়

ডান্ডিবার্তা | ০৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “নারায়ণগঞ্জকে ইতিবাচক পথে ফেরাতে তরুণদের এগিয়ে আসতে হবে। মেধাবী শিক্ষার্থীরা যদি দায়িত্ব নেন, তাহলে অপরাধ, দখলবাজি আর মাদকচক্রের দৌরাত্ম্য কমে আসবে। বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না।” তিনি আরও বলেন, “খেলার মাঠ দখল হয়ে গেছে, শিক্ষার্থীরা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না। আমরা সব দখলমুক্ত করে মাঠগুলো ফিরিয়ে দেবো। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নারায়ণগঞ্জে ফ্রি কোচিং সেন্টার চালু করা হবে। একইসঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” মতবিনিময় সভায় শিক্ষার্থীরা পরিবেশ দূষণ, যানজট, খেলার মাঠ দখল এবং কোচিং ব্যয়ের মতো নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অধ্যাপক মামুন মাহমুদ। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা