
ডান্ডিবার্তা রিপোর্ট
ভাদ্র মাসের মাঝামাঝি সময় চলছে। কয়েকদিন ধরেই তাপমাত্রা সহনীয় মাত্রার চেয়ে বেশি থাকায় গরমে অতিষ্ঠ নগরবাসী। তার ওপর তীব্র যানজট নগরবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কসহ চাষাঢ়া, চেম্বার রোড, টানবাজার এলাকায় ঘুরে দেখা যায়, প্রচ- গরমের পাশাপাশি দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অধিক যানবাহনের চাপে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে লাগছে দ্বিগুণ সময়। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। একই সময়ে সড়কে যানবাহনের চাপও বেড়ে যায়। ফলে বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে গাড়ি থেমে থেমে চলতে থাকে। বিশেষ করে নগরীর ২ নম্বর গেট রেলক্রসিং এলাকায় প্রায়ই তৈরি হচ্ছে যানজট। নারায়ণগঞ্জের যানজট নিরসনের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে একাধিক বৈঠক হলেও প্রশাসন নারায়ণগঞ্জের যানজট নিরসনে ব্যর্থ হচ্ছে। শহরের যানজট নিরসনের জন্য ব্যবসায়ীরা পুলিশকে বার বার টাকা দিলেও পুলিশ যানজট নিরসর করতে পারেনি। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ অটো রিকশা। এছাড়া শহরের ২নং রেলগেইট সংলগ্ন ডায়মন্ড চত্বরে সিটি করপরোরেশন রাস্তা সরু করে মিনি পার্ক নির্মাণ করে। আর এ মিনি পার্ক এখন মাদকসেবীদের আস্তনায় পরিনত হয়েছে। অপরদিকে চুনকা পাঠাগারের সামনে ইউর্টান বন্ধ করে দেয়ার ফলে গাড়িগুলি শহরের ২রং রেল গেইট ঘুরে আসতে হয়। এতে করে যানজট আরো তীব্র হয়। যানজটের পেছনে আরো কারণ হিসেবে দেখা দিয়েছে ট্রাফিক আইন অমান্য করে মূল সড়কে ইজিবাইক থামিয়ে যাত্রী তোলা-নামানো, বাসগুলোকে যত্রতত্র দাঁড় করানো এবং বঙ্গবন্ধু সড়কের ড্রেনেজের কাজ চলমান থাকায় এক লেন বন্ধ থাকা। সেই সঙ্গে ফুটপাত দখল করে রাখা ও নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক নগরের সড়কগুলোকে প্রায় অচলাবস্থায় ফেলে দিচ্ছে।
যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মীরা। তবে অধিক যানবাহনের চাপ ও শৃঙ্খলার অভাবে কার্যকর সমাধান মিলছে না। রিকশা জ্যামে বসে থাকা যাত্রী ইকবাল হোসেন বলেন, “এমনিতেই গরম পড়েছে, তার মধ্যে যানজট। মনে হয় হাঁটলেই গন্তব্যে দ্রুত পৌঁছানো যাবে। এই গরমে বসে থাকা কষ্টকর।” অন্যদিকে সন্তানকে নিয়ে যানজটে আটকে থাকা সাবিনা বেগম বলেন, “বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি। গরমে বাচ্চা ছটফট করছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শহর যদি এভাবে নিয়ন্ত্রণহীন থাকে তাহলে বাড়ি থেকে বের হওয়াই দায় হয়ে যাবে।”সমাধান হিসেবে নগরবাসী বলছে, অবৈধ ফুটপাত ও স্ট্যান্ড উচ্ছেদ, সড়কে যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করতে হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯