আজ শুক্রবার | ৫ সেপ্টেম্বর ২০২৫ | ২১ ভাদ্র ১৪৩২ | ১২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:৫৫

ফতুল্লায় যুবলীগ নেতা টাকলা শামীম গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় চুরির মামলায় যুবলীগ নেতা শামীম ওরফে টাকলা শামীম কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে ফতুল্লার দাপা পোস্ট অফিস রোডস্থ রেইনবোমোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কৃত যুবলীগ নেতা শামীম ওরফে টাকলা শামীম ফতুল্লা থানার দাপা পোস্ট অফিস রোডস্থ ইউনিয়ন পরিষদ গলির রিফুজি বাড়ীর মৃত জলিল মিয়ার পুত্র। স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃত শামীম ওরফে টাকলা শামীম যুবলীগের রাজনীতির সাথে জড়িত। বিগত আওয়ামী সরকারের শাসনামলে ১৯৯৭ সালে প্রকাশ্যে যুবদল কর্মী আবুল হোসেন ওরফে আবুলি কে বাসা থেকে তুলে এনে ইটভাটার ভিতরে নিয়ে ডান ও বাম হাতের কব্জি কেটে ফেলে। পরবর্তীতে কর্তনকৃত কব্জি হাতে নিয়ে রিক্সায় করে পুরো ফতুল্লা শিল্পাঞ্চলএলাকায় ঘুরে বেড়ায়। যা সে সময় সারা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলো। আর তখন থেকেই আলোচনায় উঠে শামীম ওরফে টাকলা শামীমের নাম। সে সময় ফতুল্লা শিল্পাঞ্চলজুড়ে আতংকের নাম হয়ে উঠে শামীম। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা শামীম আবারো নতুন করে আলোচনায় আসে ফতুল্লা পোস্ট অফিসরোডস্থ রেইনবোর মোড়ে অবস্থিত মুন ডাইং এন্ডং ফিনিসিংয় নামক কারখানার মালিক আসাদুজ্জামান আসাদের দায়ের করা চুরি মামলায় গ্রেপ্তারের পর। মামলায় উল্লেখ্য করা হয় কারখানাটির ভিতরে অপর একটি ভবন নির্মানের জন্য কাজ করার জন্য গত কয়েকদিন পূর্বে বাদী এক ট্রাক সিপটিন ও বালু নিয়ে আসে। রাতের অন্ধকারে কারখানার নিরাপত্তা রক্ষীকে ভয়ভীতি প্রদর্শন করে এক ট্রাক সিপটিন ও বালু জোড়পূর্বক নিয়ে যায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ মঙ্গলবার রাতে রেইনবো মোড় এলাকায় অভিযান চালিয় যুবলীগ নেতা শামীম ওরফে টাকলা শামীম কে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, শামীম কে গত মঙ্গলবার রাতে চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা