
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পে রমজানের নেতৃত্বে চলছে প্রকাশ্য মাদক ব্যবসা। বহুল আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলার আসামি হলেও তিনি এলাকাতেই রয়ে গেছেন বহাল তবিয়তে। এলাকাবাসীর অভিযোগ এই ক্যাম্প এখন যেন মাদকের এক অবাধ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একাধিক সূত্র জানায়, ক্যাম্পের অলি-গলিতে হাত বাড়ালেই মিলছে হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। সবচেয়ে শঙ্কার বিষয়, এসব নেশার ফাঁদে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-তরুণরা। যদিও মাঝে মাঝে থানা পুলিশের কিছু অভিযান দেখা যায়, তবে বড় ডিলাররা থেকে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে। স্থানীয়দের জানায়, আদমজী নতুন বাজার, সুমিলপাড়া, আলইলপাড়া ও বিহারী ক্যাম্পের অলিগলিতে সন্ধ্যা নামলেই বসে মাদকের হাট। রাস্তার পাশে দাঁড়িয়েই খোলামেলা ব্যবসা হয়। প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের উপর নেমে আসে নানান নির্যাতন। অনেকের মতে, ক্যাম্পের ভেতরে কয়েকটি গ্রুপ মিলে পুরো মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। বিহারী ক্যাম্পের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রমজান একাদিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার ভাইদের সঙ্গে মিলে পুরো ক্যাম্পে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। বিশেষ করে ৩ নং বালুর মাঠ এলাকায় রমজানের সহযোগী জাহিদ, জাকির ও তুহা এরা সবাই বড় ডিলার। তারা বাইরে থেকে চালান এনে সরবরাহ করে থাকে। এরপর স্থানীয় কয়েকজনকে ৫০০ থেকে ১০০০ টাকা মজুরি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে বিক্রি করায়।
তিনি আরো বলেন, মোস্তফা, মুর্তুজা, রাজু, ফয়সাল, মোরাদ ও গোঁফ ভান্ডারীর স্ত্রী আয়েশা আক্তরসহ কয়েকজন নারীও এই নেটওয়ার্কে সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই অলিগলিতে জমে ওঠে নেশার বাজার। এতে এলাকাবাসীর জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ ছাড়া এ নেশার দৌরাত্ম্য ঠেকানো সম্ভব নয়। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে বেশ কয়েকজন বিক্রেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে মূল হোতাদের ধরতে পুলিশ সবসময় চেষ্টা চালাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯