আজ শুক্রবার | ৫ সেপ্টেম্বর ২০২৫ | ২১ ভাদ্র ১৪৩২ | ১২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:৫৬

রূপগঞ্জে দিপু ভূইয়ার আনন্দ মিছিল

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল আর নজরকাড়া শো ডাউন দেখিয়ে রীতিমত আলোচনায় এসেছেন এ নেতা। গতকাল বুধবার বিকেলে রূপগঞ্জে তাঁর নেতৃত্বে বের হয় বিশাল র‌্যালি। হাজার হাজার মানুষ ও নেতাকর্মী জড়ো হয় ওই র‌্যালিতে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে এত বড় র‌্যালি রূপগঞ্জের কোথাও হয়নি। বিগত দিনের রেকর্ড নিজেই ভেঙেছেন দিপু ভূইয়া। দুপুর হতেই রূপগঞ্জের এলাকা থেকে নেতাকর্মীরা বাদ্য বাজনা নিয়ে জমায়েত হতে থাকে। দেখা দেয় উৎসবমুখর পরিবেশ। দিপু ভূইয়াও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মঞ্চে আসার পরপরই হাজার হাজার নেতাকর্মীরা স্লোগান আর করতালি দিয়ে বরণ করে নেন। সরেজমিনে দেখা গেছে, শীতলক্ষ্যা নদ দিয়ে অর্ধশত ট্রলারে করে হাজার হাজার নারী-পুরুষ পথসভায় যোগ দেয়। এছাড়া বাস, ট্রাক, অটোরিকসা যোগে হাজার হাজার নেতাকর্মী সভায় যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, আব্দুল আজিজ মাষ্টার, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, আব্বাসউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মামুন মিয়া, বিএনপি নেতা বখতিয়ারউদ্দিন আহম্মেদ, ফরিদ আহম্মেদ, নাসির ভূঁইয়া, আক্তার হোসেন, তারেক মিয়া প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা