আজ শুক্রবার | ৫ সেপ্টেম্বর ২০২৫ | ২১ ভাদ্র ১৪৩২ | ১২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১০:০৮

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করে চলেছে নারায়ণগঞ্জসহ সারা দেশের বিএনপি নেতাকর্মীরা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল ও বহুমুখী পরিস্থিতি। গণতন্ত্রকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি নানা শক্তি নানা কৌশলে হস্তক্ষেপের চেষ্টা করছে, যা রাজনৈতিক অস্থিরতা এবং বিভ্রান্তির কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন রোধ করাই দলের মূল লক্ষ্য বলে জানাচ্ছে দলটির শীর্ষ নেতৃবৃন্দ। সম্প্রতি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জানিয়েছেন, বিএনপি বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করেছে। জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই বর্তমানে বিএনপির মূল লক্ষ্য। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দেশে দ্রুততম সময়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনকেই একমাত্র পথ হিসেবে বিবেচনা করছে। তবে একই সময় দেশি-বিদেশি নানা চক্র আসন্ন নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে বিভিন্ন কৌশল ও তৎপরতায় জড়িয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই পরিস্থিতি দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা ও ভারতের কৌশলগত স্বার্থ নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে আঞ্চলিক ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ভারতের একটি প্রভাবশালী অংশ আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠায় আগ্রহী বলে বিশ্লেষকদের মত। তাদের মতে, ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা ও সরকারের চরিত্র ঘনিষ্ঠভাবে যুক্ত। তাই শেখ হাসিনা সরকারের পতন ভারতের কাছে উদ্বেগের বিষয়, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে। তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের বদলে ভারত কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের কৌশল নিতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অন্তর্বতী সরকার দিল্লি ও কলকাতায় খোলা আওয়ামী লীগের কার্যালয় ‘তাৎক্ষণিকভাবে’ বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং ভারতের মাটিতে বসে সেখান থেকে পরিচালিত আওয়ামী লীগের ‘বাংলাদেশবিরোধী’ কার্যক্রম বন্ধে ভারতের সহযোগিতা চেয়েছে। এর জবাবে ভারত সরকার জানায়, তারা এ ধরনের কর্মকা- সম্পর্কে অবগত নয় এবং ভারতের মাটি অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকা-ে ব্যবহার হতে দেবে না। তবে ভারতের সাবেক কূটনীতিক ও কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার সে দেশের এক গণমাধ্যমকে বলেছেন, “শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে দেওয়া উচিত। সেটা জীবনের শেষদিন পর্যন্তও হতে পারে। তাকে থাকতে দেওয়া উচিত”, যা রাজনৈতিক মহলে ভারতের পক্ষপাতিত্বের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বকীয়তাকে উপেক্ষা করে কোনো পক্ষকে জোরপূর্বক ক্ষমতায় রাখার চেষ্টা খুবই নোংরা হস্তক্ষেপ। এ প্রেক্ষাপটে বিএনপি আন্তর্জাতিক মহলের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা