আজ শুক্রবার | ৫ সেপ্টেম্বর ২০২৫ | ২১ ভাদ্র ১৪৩২ | ১২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১০:২১

ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নেতারা

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা প্রায় কোনঠাসা হয়ে পড়েছিল। স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকামীরা কারগার আর আদালতের বারান্দা ছাড়তে পারেনি। সেই রাজনৈতিক প্রতিকূলতার দীর্ঘ ১৭ বছর পাড়ি দিয়ে দেশের অন্যতম প্রধান ও বৃহত্তম দল বিএনপি যখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল, ১৭ বছরের ধারাবাহিক দমন-পীড়ন, কৌশলগত ভুল এবং নেতৃত্বের সংকটে দলটি যখন প্রায় অস্তিত্ব সংকটে পড়ে, তখনই ছাত্র-জনতার অভ্যুত্থান খুলে দিল নতুন সম্ভাবনার জানালা। ২০২৪ সালের ৫ আগস্টের সেই পটপরিবর্তন বিএনপিকে শুধু রাজনৈতিক মঞ্চে ফিরিয়েই আনেনি, দিয়েছে ভুল শুধরে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর এক অভাবনীয় সুযোগ। এই ঐতিহাসিক পটপরিবর্তনের পর থেকে বিএনপি এক গভীর আত্মশুদ্ধি ও নবজাগরণের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অতীতের ভুলের কঠোর আত্মসমালোচনা, বিতর্কিত জোটের রাজনৈতিক দায়ভার থেকে মুক্তি এবং প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দলটি এক নতুন রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দিচ্ছে বলে মনে করছেন তারা।
যে দলটি এক সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচির জন্য পরিচিত ছিল, তারাই এখন নিয়মতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলছে। শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত, সর্বত্রই যেন এক নতুন প্রত্যয়ের সঞ্চার ঘটেছে। এটা কি নির্বাচনে জেতার জন্য বিএনপির সাময়িক কৌশল, নাকি এক গভীর আদর্শিক রূপান্তরের সূচনা? এই নবযাত্রার মাধ্যমে বিএনপি কি পারবে জনগণের আস্থা পুনরায় অর্জন করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে নেতৃত্ব দিতে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব উত্তর নিহিত রয়েছে দলটির বর্তমান কর্মকা- এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরে। বিএনপির দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুর্দশার পেছনে কেবল রাষ্ট্রীয় দমন-পীড়ন বা প্রতিপক্ষের নিরবচ্ছিন্ন আঘাতই একমাত্র কারণ ছিল না। এর গভীরে গাঁথা ছিল দলটির নিজেরই কিছু গুরুতর কৌশলগত বিচ্যুতি এবং আত্মঘাতী সিদ্ধান্ত, যা সময়ের সঙ্গে সঙ্গে এর সাংগঠনিক ভিত্তি দুর্বল করে দিয়ে দলকে সাধারণ মানুষ থেকে ক্রমশ দূরে সরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়। যেকোনো রাজনৈতিক দলের পুনর্জন্মের জন্য প্রয়োজন হয় অতীতের ভুলের এক নির্মোহ ও সৎ পর্যালোচনার। কেন বিএনপিকে এতটা বন্ধুর পথ পাড়ি দিতে হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে এই আত্মসমালোচনা অপরিহার্য। প্রকৃতপক্ষে, অতীতের সেই ভুলগুলোকে বিশ্লেষণ না করতে পারলে, বর্তমানে তাদের ‘ঘুরে দাঁড়ানোর’ প্রত্যয় ও গভীরতা অনুধাবন করা সম্ভব নয় বলে জানান রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা