
ডান্ডিবার্তা রিপোর্ট
আত্মগোপন বা দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার অভিযোন শুরু হয়েছে। সারা দেশে সাড়াশি অভযানের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রীয়া শুরু করেছে প্রশাসন। নারায়ণগঞ্জে অনেক অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে। তারা অন্য জেলা থেকে এসে এখানে অবস্থান করছে। তাও খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন। নারায়ণগঞ্জের সন্ত্রাসীরা অন্য জেলা গিয়ে আত্মগোপনে রয়েছে। এবার কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনে যাতে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে এ জন্য প্রশাসন আওয়ামী সন্ত্রাসীসহ পেশাদার সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান শুরু করেছে। কারণ আওয়ামী সন্ত্রাসীরা সম্প্রতি বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে তাদের সন্ত্রাসী কর্মকান্ড জানান দিয়েছে। তারা আগামী নির্বাচনে অরাজকতা সৃষ্টির পায়তাও করছে। তাই নির্বাচনের আগে তাদের গ্রেফতার অভযান শুরু করে প্রশাসন। যাতে সুষ্ঠু ও বাধহীন ভাবে একটি নির্বাচন উপহার দিতে পারে সরকার। এদিকে রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন-মো. সজিবুল ইসলাম হৃদয় (২৩) ধানমন্ডি মিছিলের অন্যতম আয়োজক, আব্দুল্লাহ বিন আজিজ (২৩) ওয়ারী থানা ছাত্রলীগের সহ-সভাপতি, মো. রায়হান ওরফে পলিন (২৮) লালবাগ থানা স্বেচ্ছাসেবকলীগ কর্মী, মো. শাহাদাৎ নবী খোকা (৪২) পল্টন থানা আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য, মো. আমিনুর রহমান মানিক (৩০) শেরেবাংলা নগর ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জামিল হোসেন পলাশ (৫৮) কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মো. গোলাম মোস্তফা (৫০) শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ও কারার শাহরিয়ার আহমদ (৪১) নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান। গতকল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত বুধবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভোর ৪টার দিকে ধানমন্ডি থেকে সজীবুল ইসলাম হৃদয়, সকাল ৭টায় ওয়ারী থেকে আব্দুল্লাহ বিন আজিজ, রাত সাড়ে ৮টায় লালবাগ থেকে রায়হান ওরফে পলিন, সরাত দেড়টায় পল্টন থেকে শাহাদাৎ নবী খোকা, রাত ১১টা ২০ মিনিটে শেরেবাংলা নগর থেকে আমিনুর রহমান মানিক, রাত ৩টার দিকে ধানমন্ডি থেকে জামিল হোসেন পলাশ, রাত ১১টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ থেকে গোলাম মোস্তফা, রাত দেড়টায় উত্তরা থেকে কারার শাহরিয়ার আহমদকে গ্রেপ্তার করে ডিবি। ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯