
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী নির্বাচনে যাওয়ার জন্য জামায়াত সমমনাদের নিয়ে জোট গঠনের চেষ্টা করছে। তারা জেটগত ভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী সব ইসলামী দল এবং সমমনা-দেশপ্রেমিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। বৃহত্তর ঐক্য গড়ে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল। তবে তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা না করে যেনতেনভাবে একটা নির্বাচন জনগণ চায় না। গত বুধবার রাত সাড়ে ৯টায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জ্বল, বড়াইগ্রাম পৌর জামায়াতের আমির আলমাছ সরদার, জামায়াত নেতা আতিকুর রহমান মাস্টার, জয়নাল আবেদীন ও আবু তালেব, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদের দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছিল, নিবন্ধন কেড়ে নিয়েছিল, জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল; কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রাকে রুখতে পারেনি। বরং নিজেরাই ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জামায়াত কোনো ব্যক্তি, পরিবার কিংবা গোষ্ঠীর জন্য রাজনীতি করে না। জামায়াত দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে। এবারের নির্বাচনে দল-মত-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের লড়াইকে বিজয়ী করে দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯