
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে যুবদল নেতা ইমান হাসান বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সন্ত্রাসী আরিয়ান জামান পৃথিবী গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১২টায় বিপ্লবকে কুপিয়ে জখম করেছে এবং এ ঘটনায় হামলার শিকার বিপ্লব বাদী হয়ে আরিয়ান জামান পৃথিবী (২৬), পিতা-আক্তারুজ্জামান কচি, সাং-কুড়িপাড়া, ২৭নং ওয়ার্ড, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে বিবাদী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ইমান হাসান বিপ্লব (৩৩) নারায়ণগঞ্জ মহানগর ২৭নং ওয়ার্ড যুবদল নেতা এবং অত্র ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। অভিযোগের প্রেক্ষিতে বিপ্লব সাংবাদিকদেরকে বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। ভাংতি বাজারের পশ্চিম পাশে গোডাউন নিয়ে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে আসছি। উল্লেখিত বিবাদী পৃথিবী একজন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ইভটিজার, কিশোর গ্যাং লিডার, ছিনতাইকারী এবং চাঁদাবাজ। বিবাদী অত্র এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় উক্ত অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। বিবাদী আমার কাছে দীর্ঘদিন যাবত ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো। বিবাদীর দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদী আমাকে খুন জখমের হুমকি প্রদান করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১২টায় আবুল কালামের হোটেলে সকালের নাস্তা খাবার সময় উল্লেখিত বিবাদী ব্যাটারিচালিত অটোযোগে উক্ত হোটেলের সামনে এসে ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ দিতে গেলে আমি ডান হাত দিয়ে তার উক্ত কোপ প্রতিহত করতে গেলে বিবাদীর চাকুর কোপ লেগে আমার ডান হাতের মধ্যমা ও অনামিকা আঙ্গুল কাটা রক্তাক্ত জখম হয়। বিবাদীর উক্ত হত্যাচেষ্টার ঘটনাটি মোঃ শহিদ (৪৮) এর গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা রয়েছে। বিবাদী অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। গত ৩ মাস আগে মদনপুর টু মদনগঞ্জ সড়কের সোনাচড়া এলাকায় রাতের বেলা অটো ছিনতাই করতে গেলে জনতার ধাওয়া খেয়ে পৃথিবী পালিয়ে যায়। ছিনতাইকালে আটক মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার সাথে এ ছিনতাইকাজে পৃথিবী ছিলো এমন তথ্য তুলে ধরে। ভাড়াটিয়া বাসায় থেকে বাসা ভাড়া না দেয়ায় বাড়ির মালিক ভাড়া চাইলে গত তিন দিন আগে কুড়িপাড়া এলাকায় বাড়ির মালিককে মারধর করে পৃথিবী এবং কিছুদিন আগে খোচেরছড়া এলাকাতেও ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিককে মারধর করেছে এই সন্ত্রাসী পৃথিবী। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি’। এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বন্দর থানা পুলিশ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯