আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ৯:৩৫

বন্দরে যুবদল নেতা বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে যুবদল নেতা ইমান হাসান বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সন্ত্রাসী আরিয়ান জামান পৃথিবী গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১২টায় বিপ্লবকে কুপিয়ে জখম করেছে এবং এ ঘটনায় হামলার শিকার বিপ্লব বাদী হয়ে আরিয়ান জামান পৃথিবী (২৬), পিতা-আক্তারুজ্জামান কচি, সাং-কুড়িপাড়া, ২৭নং ওয়ার্ড, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে বিবাদী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ইমান হাসান বিপ্লব (৩৩) নারায়ণগঞ্জ মহানগর ২৭নং ওয়ার্ড যুবদল নেতা এবং অত্র ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। অভিযোগের প্রেক্ষিতে বিপ্লব সাংবাদিকদেরকে বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। ভাংতি বাজারের পশ্চিম পাশে গোডাউন নিয়ে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে আসছি। উল্লেখিত বিবাদী পৃথিবী একজন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ইভটিজার, কিশোর গ্যাং লিডার, ছিনতাইকারী এবং চাঁদাবাজ। বিবাদী অত্র এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় উক্ত অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। বিবাদী আমার কাছে দীর্ঘদিন যাবত ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো। বিবাদীর দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদী আমাকে খুন জখমের হুমকি প্রদান করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১২টায় আবুল কালামের হোটেলে সকালের নাস্তা খাবার সময় উল্লেখিত বিবাদী ব্যাটারিচালিত অটোযোগে উক্ত হোটেলের সামনে এসে ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ দিতে গেলে আমি ডান হাত দিয়ে তার উক্ত কোপ প্রতিহত করতে গেলে বিবাদীর চাকুর কোপ লেগে আমার ডান হাতের মধ্যমা ও অনামিকা আঙ্গুল কাটা রক্তাক্ত জখম হয়। বিবাদীর উক্ত হত্যাচেষ্টার ঘটনাটি মোঃ শহিদ (৪৮) এর গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা রয়েছে। বিবাদী অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। গত ৩ মাস আগে মদনপুর টু মদনগঞ্জ সড়কের সোনাচড়া এলাকায় রাতের বেলা অটো ছিনতাই করতে গেলে জনতার ধাওয়া খেয়ে পৃথিবী পালিয়ে যায়। ছিনতাইকালে আটক মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার সাথে এ ছিনতাইকাজে পৃথিবী ছিলো এমন তথ্য তুলে ধরে। ভাড়াটিয়া বাসায় থেকে বাসা ভাড়া না দেয়ায় বাড়ির মালিক ভাড়া চাইলে গত তিন দিন আগে কুড়িপাড়া এলাকায় বাড়ির মালিককে মারধর করে পৃথিবী এবং কিছুদিন আগে খোচেরছড়া এলাকাতেও ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিককে মারধর করেছে এই সন্ত্রাসী পৃথিবী। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি’। এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বন্দর থানা পুলিশ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা