
ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকার সঙ্গে সংযুক্ত নারায়ণগঞ্জ জেলাকে মেট্রোরেলের আওতাভুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার খবরের তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য মেট্রোরেলের সুবিধা থেকে নারায়ণগঞ্জকে বঞ্চিত করা যাবে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর জামায়াত কার্যালয়ে নির্বাচনী কমিটির সভায় মাওলানা আবদুল জব্বার আরও বলেন, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে জনপথে প্রতিনিয়ত চলাচল করা লক্ষাধিক মানুষকে সুবিধা প্রদানের জন্য গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। প্রয়োজনে জনমত গঠন ও জনদাবির মাধ্যমে আন্দোলনের ঘোষণাও দেওয়া হবে।সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ সহ মহানগর ও জেলা নির্বাচনী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ এক বিবৃতিতে বলেছেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও শিল্পসমৃদ্ধ জেলা। এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, বিপুল জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব। ঢাকার খুব কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জকে এমআরটি রেলপথ প্রকল্প থেকে বাদ দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত। তিনি বলেন, বর্তমানে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় এমআরটি-২ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নাধীন। কিন্তু নারায়ণগঞ্জ জেলার মতো ঘনবসতিপূর্ণ, শ্রমজীবী ও শিল্পনির্ভর এলাকা কেন এমআরটি-২ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি তা বোধগম্য নয়। এর ফলে চরম জনদুর্ভোগ ও সামাজিক বৈষম্য সৃষ্টি হচ্ছে। ইঞ্জিনিয়ার নাহিদ আরও বলেন, নারায়ণগঞ্জে এমআরটি চালু হলে— প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াতের চাপ কমবে, কর্মজীবী ও শিক্ষার্থীরা দ্রুত ও নিরাপদে যাতায়াত করতে পারবে, সড়কে গাড়ির চাপ ও যানজট হ্রাস পাবে, শ্রমিক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি হবে। তিনি অবিলম্বে নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নারায়ণগঞ্জের দীর্ঘদিনের জনদুর্ভোগ ও যানজট নিরসনের লক্ষ্যে মেট্রোরেলের দাবি জানিয়েছেন সদ্য সাবেক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর সমন্বয়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এক বিবৃতিতে তিনি বলেন, “রাজধানী ঢাকার পাশেই অবস্থিত নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল ও জনবহুল নগরী। প্রতিদিন লক্ষাধিক মানুষ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করেন। কিন্তু যানজট, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত ভাড়া ও পর্যাপ্ত পরিবহন সংকটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর সমাধান হলো নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণ।” খোরশেদ আরও বলেন, “নারায়ণগঞ্জ দেশের মধ্যে সর্ব্বোচ্চ করদাতা জেলা হয়েও মেট্রোরেলের মতো প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এটি প্রমাণ করে নারায়ণগঞ্জ বৈষম্যের শিকার। মেট্রোরেলে নারায়ণগঞ্জকে সংযুক্ত না করা হলে প্রয়োজনে কর প্রদানে বিরত থাকার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানাই।” তিনি বলেন, “ঢাকা শহরের উন্নয়নের ধারাবাহিকতায় যদি নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা না হয় তবে এটি নাগরিকদের প্রতি চরম অবিচার হবে। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে নারায়ণগঞ্জে দ্রুত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।” খোরশেদ নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল সচেতন নাগরিককে এই দাবির সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন ও দাবি জানানোর আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলা হলো নারায়ণগঞ্জ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত শিল্প নগরী নারায়ণগঞ্জকে মেট্রো রেলএর স্টেশন না দেওয়ার সিদ্ধান্ত খুবই দু:খজনক। মেট্রো রেল থেকে নারায়ণগঞ্জকে বঞ্চিত করা হলো। তিনি আরও বলেন, আমরা চাই নারায়ণগঞ্জ শহর হয়ে মেট্রো রেল এর স্টেশন করা হোক।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯