আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ৯:১৩

না’গঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদ- ১৭ জনের যাবজ্জীবন

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে হত্যার দায়ে একজনের মৃত্যুদ- ও ১৭ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)। অপরদিকে যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেন, মিজান (৩৫), মোহাম্মদ আলী (৩৮), আব্দুল লতিফ (৬৫), হানিফ (৩৬), সোহেল (৫০), সবুজ (৩৫), মিলন (৪১), সেলিম (৪৩), গোলজার (৩৯), লেদা ফারুক (৪০), রাসেল (৪০), মোমেন (৩৮), সাদ্দাম, শাহীন (৩৯), রুহুল আমিন (৩৮), আবুল (৩৮) ও প-িত (৪৩)। এরমধ্যে যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত মোহাম্মদ আলী ছাড়া বাকিরা পলাতক। আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেছেন, ‘নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদ- ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদ-ের রায় ঘোষণা করেন।’আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, ‘মাদক বিক্রির প্রতিবাদ করায় ২০১২ সালের ৩১ মে রূপগঞ্জের মাছিমপুর এলাকার মো. জালাল মিয়ার ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপি হত্যা করা হয়। পরে এ ঘটনায় মো. জালাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা