আজ বুধবার | ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ২:০৬
শিরোনাম:
মান্নানের ডেরায় গিয়াসের হানা    ♦     শহীদ তিতুমীর স্কুলের সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির ঘটনায় ক্ষোভ    ♦     সোনারগাঁ আসন বিন্যাসে রাজনৈতিক নেতাদের মধ্যে অসন্তেুাষ    ♦     নারায়ণগঞ্জ থেকে পুরান ঢাকায় যাবে মেট্রোরেল    ♦     মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বন্দরে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ    ♦     টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা    ♦     বারটি ককটেলসহ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার    ♦     সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা    ♦     অসুস্থ স্বামীকে হাসপাতালে রেখে স্ত্রীর পলায়ন    ♦     সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে    ♦    

না’গঞ্জে রাজনৈতিক উত্তেজনা শুরু!

ডান্ডিবার্তা | ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বইছে নির্বাচনী হাওয়া। আর সকল দলের নেতারাই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এছাড়া প্রচারে নেমে পড়েছে বেশ কয়েকটি দল। আর নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা দেখা দিতে শুরু করেছে। নির্বাচনের বাকি প্রায় সাড়ে ৪ মাস। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষনা হয়নি। হয়েছে শুধু নির্বাচনের রোডম্যাপ। আর এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখ দিতে শুরু করেছে। রাজনৈতিক সহিংসা যাতে না ঘটে সে জন্য বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা সতর্ক থাকলেও যেন উত্তেজনা যেন থামানো যাচ্ছে না। এদিকে সোনারগাঁয়ে বিএনপির সম্ভাব্য প্রার্থী মান্নান তার মনোনয়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ নিয়ে সোনারগাঁয়ে নিজ দলের মধ্যে উত্তেজনা চলছে। তবে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য এমপি প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত রয়েছে। একই সাথে দল থেকে মনোনয়ন পেতে দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি নানা সামাজিকমূলক কাজ করে যাচ্ছেন। অনেকে আবার নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন এলাকায় অফিস খুলে দলীয় কার্যক্রমকে চাঙ্গা করছে। বিশেষ করে সম্প্রতি নারায়ণগঞ্জ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় জমিয়তে উলামায়ে ইসলামের শাখা অফিস চালু করে দলীয় কার্যক্রম করা হয়। কিন্তু অফিস উদ্বোধনের সপ্তাহ পার না হতেই তা ভাঙচুর করে দুর্বৃত্তরা। যদিও জমিয়তে উলামায়ে ইসলামের সাইনবোর্ড জোন শাখা অফিস ভাঙচুরের জন্য জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাজুদুলের বিরুদ্ধে অভিযোগ তুলেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলার সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান। বিপরীতে স্বেচ্ছাসেবক দল নেতা মাজেদুল এই জমিয়ত নেতার বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ তুলেন। কিন্তু প্রশ্ন উঠেছে জমিয়তের অফিস ভাঙচুর করলো কারা। এদিকে পাল্টা পাল্টি অভিযোগে দুই দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। কেননা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে অফিস ভাঙচুরের অভিযোগ লেগেই ছিল। এমনকি তখন নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ার মত ঘটনা স্বাভাবিক ছিল। তবে ২০২৪ সনের ৫ আগষ্টের পরেতো এখন আর ফ্যাসিস্টরা নেই। তাহলে তাদের কালাচারাল কারা ফিরিয়ে আনতে চায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরদিকে খোঁজ নিয়ে জানা যায়, ফতুল্লা সাইনবোর্ড জোন শাখায় অবস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলেন দলটির নেতৃবৃন্দ। গত রোববার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। দলটির অভিযোগ, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ এই হামলা চালিয়েছে। নেতাকর্মীরা জানায়, রোববার বিকেল আনুমানিক ৩টার দিকে হামলাকারীরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা সাইনবোর্ড জোন শাখার কার্যালয়ের নিচতলায় ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের সামনের ব্যানার-পোস্টার ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দলটির নেতাকর্মীদের শান্ত করে। এই ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “ভ্ইুঘরের ‘রূপায়নে ভাগিনা’ নামে পরিচিত মাজেদুল, বিপ্লব ও সোহাগ বাহিনীর নেতৃত্বে আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আমরা ডিসি, এসপি ও ফতুল্লা মডেল থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে তিনজনকে গ্রেপ্তারের দাবী জানাই। কেননা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে, প্রাচীন একটি সংগঠনের কার্যালয়ে আঘাত করার এমন দুঃসাহস তারা কোথায় পেয়েছে। এই গ্রুপের কোনো দলীয় পরিচয় নেই এবং তারা এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে থাকে বলে এলাকার মানুষ আমাদের জানায়। দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে শিগগিরই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হবে। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা ফেরদৌসুর রহমান কর্তৃক কার্যালয় ভাঙচুরের আনা অভিযোগকে ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ বলে দাবী করে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মাজেদুল হক। গত সোমবার দুপুরে ভূঁইগর রূপায়ণ টাওয়ারে নিজ কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। কাজী মাজেদুল হক বলেন, গত রোববার সংবাদমাধ্যমের মাধ্যমে আমি জানতে পারি যে, সাইনবোর্ডের জমিয়তে উলামা কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মাওলানা ফেরদৌসুর রহমান আমাকেসহ তিনজনকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমরা কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নই। গত শনিবার একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তার মার্কেট দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এই ঘটনায় জমিয়তে উলাময়ে ইসলামের নেতৃবৃন্দ বিএনপির নেতাকর্মীদের সাথে আলোচনা করে স্বেচ্ছাসেবক দল নেতা মাজেদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান। একই সাথে ফতুল্লা থানায় অভিযোগ জানিয়ে তা আইনগতভাবে ব্যবস্থা নিবেন বলে জানান। যদি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জমিয়তে উলামায়ে ইসলামের অফিস ভাঙচুর না করে তাহলে কারা ভাংচুর করেছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে বার বার প্রশ্ন উঠেছে। এছাড়া নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি হলে তাহলে নির্বাচনের সময় কি হবে। তাই এখনই আইন শৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকার আহবান জানিয়েছেন সাধারণ মানুষ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা