আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:৪৮

সব হারিয়ে নিস্ব আ’লীগ

ডান্ডিবার্তা | ০৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সব কুল হারাচ্ছে আওয়ামীলীগ। আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধসহ জনগণ থেকে বিচ্ছিন্ন। আর আওয়ামীলীগের প্রায় সকল নেতাই পলাতক। আর আওয়ামীলীগের সকল নেতাই হত্যা মামলার আসামী যার কারণে তারা পলাতক বা ফেরারী। এসকল ফেরারীরা নির্বাচনের অযোগ্য। এভাবে আওয়ামীলীগ এখন সব কুল হারিয়ে ফেলেছে। এদিকে আদালত কাউকে ফেরারী ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন’ এমন সিদ্ধান্ত নতুন শর্ত যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতার বিধান রাখতে যাচ্ছেন এবার। যার কারণে এবার নারায়ণগঞ্জ আওয়ামীলীগ-জাতীয় পার্টির প্রভাবশালী হেভিওয়েট এমপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতায় অযোগ্য হতে যাচ্ছেন। ইতোমধ্যে গত বছর ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে আড়াইহাজার আসনের আওয়ামীলীগের এমপি ও তৎকালীন হুইপ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা ও নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ছাত্র-জনতা হতাহত ঘটনায় মামলায় গ্রেপ্তারী পারোয়ানা জারি করেছে আদালত। অন্যদিকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের এমপি সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’র (আরপিও) ১২ অনুচ্ছেদের (১) উপদফায় এই বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের প্রধান এই আইনের খসড়া গত ২ সেপ্টেম্বর চূড়ান্ত অনুমোদন করেছে ইসি। এতে জানা গেছে, বিগত নির্বাচনগুলোতে সাজাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হতেন। নতুন এই বিধান কার্যকর হলে মামলার রায় ঘোষণার আগে শুনানিতে অনুপস্থিতির দায়ে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবেন। খসড়া আইনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধানও তুলে দেওয়া হচ্ছে। প্রার্থী বা তার প্রস্তাবকারী/সমর্থনকারীকে সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। এসব বিধান কার্যকর হলেই আওয়ামী লীগের পলাতক নেতারা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত-সারা দেশে দলটির নেতাদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা চলমান। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দীর্ঘদিন ওইসব মামলায় হাজির না হওয়ার কারণে আদালত তাদের ফেরারি ঘোষণা করছেন। ফলে এসব নেতাকর্মী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য হচ্ছেন। শুধু তাই নয়, অর্থ পাচারসহ অন্যান্য ফৌজদারি অপরাধের মামলায় আদালত কর্তৃক ফেরারি হলে তারাও নির্বাচনে অযোগ্য হবেন। এছাড়া আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেই, কিন্তু রোষানলে পড়ার আতঙ্কে পলাতক রয়েছেন। তাদেরও অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার এতদিন যে সুযোগ ছিল, সেই পথ বন্ধ হয়ে যাচ্ছে। তবে কারাগারে আটক ব্যক্তিরা ভোট দিতে পারবেন। প্রস্তাবিত আরপিওর ২৭ অনুচ্ছেদে সরকারি চাকরিজীবী ও কারাগারে আটক ব্যক্তিদের ভোটাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পোস্টাল ব্যালটে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ভোটার এলাকা ছাড়া অন্য কোনো এলাকায় চাকরি বা সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত আছেন, তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া কারাগারে আটক বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আর পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের আগের সুযোগও রয়েছে। এআইর অপব্যবহারে দ-: আরপিওর ৭৩ অনুচ্ছেদে নির্বাচনে তফশিল ঘোষণা থেকে ফলাফল পর্যন্ত প্রতিপক্ষকে ঘায়েল করতে বা নির্বাচনি ফলাফল প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য, ছবি, ভিডিও, অডিও প্রচার করা হলে তা অপরাধ হিসাবে গণ্য করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা