আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৩:০৬

সদর-বন্দরে ধানের শীষ নিয়ে কাড়াকাড়ি

ডান্ডিবার্তা | ০৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। কথাটির উদাহরণ ফুটে উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে ২০২৫সালের ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এমন সম্ভাবনাকে পূঁজি করে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য অনেকের নামই উঠে এসেছে। বিভিন্ন দলের পক্ষে কমপক্ষে একজন করে প্রার্থীর নাম শোনা গেলেও ইতোমধ্যে বিএনপির প্রায় অর্ধডজন প্রার্থীর নাম ফেস্টুন ব্যানারেই জানান দিচ্ছে। এদের মধ্যে সাবেক এমপি এ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, শিল্পপতি তথা মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান মাসুদ ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এতোদিন সভা-মঞ্চে এই ছয় প্রার্থীর নাম ফেস্টুন ব্যানারে শোভা পেলেও আগষ্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আরো দু’জন নতুন প্রার্থীর নাম ও প্রচার প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। এরা হচ্ছেন সুদূর লন্ডনের নর্থহামব্রিয়া ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ড. আলিয়ার হোসাইন স্বপন ও কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা সাগর। নানা মাধ্যমে সম্ভাব্য প্রার্থী তালিকায় সাবেক এমপি এ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, শিল্পপতি তথা মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান মাসুদ ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুলের নাম শোভা পেলেও ড. আলিয়ার হোসাইন স্বপন ও গোলাম মোস্তফা সাগরে নির্বাচনে প্রার্থীতার বিষয়টি সরাসরি ঘোষণা দিয়েছেন। এরমধ্যে ড. আলিয়ার হোসাইন ২৯ আগষ্ট আগষ্ট তার নিজ মহল্লা নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল,জল্লার পাড়,পাইকপাড়া ও নয়াপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফার লিফলেট বিতরণের মধ্য দিয়ে এবং গোলাম মোস্তফা সাগর একই দিন তার নির্বাচনী এলাকা বন্দরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নিজের প্রার্থীতার বিষয়টি ঘোষণা দেন। সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বলা যায় অনেকটা প্রার্থীর ছড়াছড়ি। সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর হতে প্রার্থীতো নিয়ে এ্যাডভোকেট সাখাওয়াত, মডেল মাসুদ ও প্রাইম বাবুলকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা দেখা দিলেও সদ্য ঘোষিত প্রার্থীদ্বয় এসব থেকে অনেকটা দূরেই রয়েছেন। নিজেদের মধ্যে কাঁদা ছুঁড়াছুঁড়ির কারণে ভোটারদের কাছে প্রার্থীদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। উল্লেখিতদের বিতর্কের ফলে এক্ষেত্রে বলা যায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন নতুন মুখ ড্যান্ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আলিয়ার হোসাইন স্বপন। আলিয়ার হোসাইন প্রায় দুই দশক শিক্ষা জীবন কাটিয়েছেন সুদূর লন্ডনে। এরই মাঝে তিনি সেখানে থেকে এসে প্রতিনিয়তই দেশের পলিসি নিয়ে কাজ করতেন। ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের পরিবর্তণ নিয়েও তার রাজনৈতিক পরামর্শ অব্যাহত ছিল। বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মাধ্যমেও রাজনৈতিক চর্চা চালিয়ে যেতেন। বিগত কয়েক বছরে এ সংক্রান্তে তার একাধিক বইও প্রকাশিত হয়েছে। দেশের মানুষের কল্যাণে কাজ করার স্বার্থে প্রবাসের বিলাসবহুল জীবন বিসর্জন দিয়ে চলে এসেছেন শিক্ষাবিদ আলিয়ার হোসাইন। জীবনের শেষ সময়টুকু দেশের মানুষের সঙ্গে পার করতে চান গণমাধ্যমকর্মীদের কাছে এমনটাই খোলামেলা আলোচনা করেছেন তিনি। গত ৩১ আগষ্ট দেশের প্রথম সাড়ির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের তৃতীয় মাত্রায় অংশগ্রহণ করে তার রাজনৈতিক ব্যাপ্তি এবং সুদূর প্রসারী পরিকল্পনা উপস্থাপন করেছেন। নিজের নির্বাচনী অঞ্চল নারায়ণগঞ্জ-৫ এর সাধারণ মানুষের কিছু করার প্রত্যয় নিয়ে আলিয়ার হোসাইনের কিছু ইস্তেহার ইতোমধ্যে ফেস্টুন আকারে জেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে শোভা পাচ্ছে। তিনি তার ইস্তেহারে বর্ণিত সকল পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধ পরিকর। নারায়ণগঞ্জ শহর-বন্দরের ভোটার সমর্থকদের মাঝে চাউর উঠেছে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ক’জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে প্রফেসর আলিয়ার হোসাইন সবচেয়ে যোগ্যতাসম্পন্ন প্রার্থী। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা হিসেব করে নয় নানা বিবেচনায় তিনিই হচ্ছে গুড ব্যাটার বেস্ট একজন ব্যক্তি। তদুপুরি তার দাদা ছিলেন নারায়ণগঞ্জের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি। তার এক চাচা আফজাল হোসেন এক সময় এ আসনে এমপি (এমএলএ) ছিলেন। অন্যদিকে গত তিনবারের সাংসদ এ্যাডভোকেট আবুল কালামও তার সম্পর্কে মামা হন। বংশ পরমপরায় তারা ধর্ণাঢ্য পরিবার। এসব ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে জনপ্রতিনিধি হিসেবে আসীন করা গেলে সাধারণ জনগণের জন্য নিঃসন্দেহে মঙ্গলজনক হবে। উঠতি বয়সীদের মতে,অন্যান্য প্রার্থীদেরকে যে যেভাবেই গ্রহণ করুক না কেনো টিনেজারদের কাছে আলিয়ার হোসাইনের গ্রহণযোগ্যতা সবাইকে ছাড়িয়ে যাবে। নির্বাচনে ফলাফল যাই হোক সেটা পরের বিষয় তবে প্রফেসর আলিয়ার হোসাইন যে চমক দেখাবেন তাতে কোন সন্দেহ নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা