
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতি, ভূমিদস্যু, সন্ত্রাস, মাদক ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তুলবো।” গতকাল শুক্রবার বিকেলে শহরের মিশন পাড়া এলাকায় সদর থানা বিএনপির আয়োজনকৃত বর্ণাঢ্য আনন্দ র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র্যালিটি মিশন পাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাখাওয়াত হোসেন খান বলেন, “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নারায়ণগঞ্জের জনগণকে বিএনপির পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হয়ে, আগামী নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। তারেক রহমানের ওপর আস্থা রাখলে তিনি দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করবেন এবং দুর্নীতি, অপশাসন দূর করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।” তিনি আরও বলেন, “আজকের দিনে তারেক রহমান ও বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তবে দেশের মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। বিএনপি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।” র্যালিতে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান সঞ্চালনা করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ সদর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯