আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৫:৫৬

রূপগঞ্জে শুটার রিয়াজ বাহিনী ৫ সহযোগী গ্রেফতার

ডান্ডিবার্তা | ০৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল এবং রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পূর্বাচল সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর ইরতিজা জানান, শওকত আলী রিয়াজ ওরফে শুটার রিয়াজের সহযোগী সাব্বির ও তার দলবল দীর্ঘদিন ধরে এলাকায়
বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশ মুড়াপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে ফেললে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন-রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় সাব্বির ও মামুনসহ কয়েকজন সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সেনাবাহিনী আরো জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোরপূর্বক জমি দখল, বালু ভরাট ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলো। তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে শুটার রিয়াজের নেতৃত্বে এলাকায় অস্ত্রের শোডাউন করে আসছিলো। রূপগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, রিয়াজ বাহিনীর গ্রেপ্তারকৃত সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পেরণ করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা