
ডান্ডিবার্তা রিপোর্ট
ভাদ্র মাসের শেষে নারায়ণগঞ্জে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। গতকার শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে শহরের বাজারগুলোতে চাহিদা বাড়ায় দাম আরও চড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। অধিকাংশ দোকানেই ছিল না মূল্য তালিকা। সকালে শহরের সবচেয়ে বড় দিগুবাবুর কাঁচাবাজার ঘুরে দেখা যায়— শিম কেজি ১৬০-১৭০ টাকা, কাঁচা মরিচ ১৪০-১৬০, টমেটো ১৪০-১৬০, গাজর ১০০, পেঁপে ২০-৩০, পটোল ৭০-৮০, ঢ্যাঁড়স ৮০, বেগুন ৬০-৮০, করলা ৯০-১০০, কচুরলতি ৮০, শসা ৬০-৭০, কচুমুখি ৬০-৭০, মুলা ৮০, লাউ ৩০-৭০, কাঁচকলার হালি ৩০-৪০, ধনেপাতা কেজি ৩০০-৩২০ টাকা। বাজারে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু প্রতি পাল্লা ৯০-১০০ এবং দেশি পেঁয়াজ প্রতি পাল্লা ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস কেজি ৭৫০-৮০০, ব্রয়লার মুরগি ১৮০ এবং লেয়ার/কক মুরগি ৩২০ টাকায় পাওয়া যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার ছোট বাজারগুলোতে সবজির দাম আরও বেশি। বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী পারুল বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “৭০ টাকার নিচে কোনো সবজি নেই, এত দামে কিনব কীভাবে? সংসার চালাতেই এখন অনেক কষ্ট হচ্ছে। দাম যদি আরও বাড়তে থাকে, না খেয়ে মরতে হবে।” অন্যদিকে বিক্রেতা জসিম মিয়া বলেন, “বাজারে এখন সবজি কম। আমরা বেশি দামে কিনছি, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।”
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯