
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে তাজেক প্রধান স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির সহ-সভাপতি মহসিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজিব বলেন, নেতৃত্ব হচ্ছে আল্লাহর দান, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততার সাথে পালন করার চেষ্টা করছি। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে আমার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি আগামীতে ও করব। কে এমপি হবে এটা অবশ্যই দল সিদ্ধান্ত নিবেন বিগত বছরগুলোতে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন আপোসহিন ভাবে স্বৈরাচার পতনে রাজপথে থেকেছেন, দলের কোন সুনাম ক্ষুন্ন হতে দেয়নি বা ক্ষুন্ন হয়নি অবশেষে সকল নেতৃবৃন্দের হাতে আগামী দিনের ক্ষমতা যাবে এটা নিশ্চিত হয়ে বলা যায়। রাজনীতি মানে দায়িত্ব রাজনীতি মানে নিজের স্বার্থকে ত্যাগ করে অন্যের জন্য বিলিয়ে দেওয়া যে বিলিয়ে দেওয়ার মাঝে বেশি এগিয়ে যেতে পারবেন সেই আগামী দিনে নেতৃত্ব দিতে পারবেন। আপনার এলাকার যারা আছেন তাদের মুরুব্বীদের সম্মান দিতে হবে এটা বক্তৃতার কথা না এটা মুখে কথা বলে দিলে চলবেনা। কাজে কর্মে সেটা প্রতিষ্ঠিত করতে হবে প্রত্যেকটা মুরুব্বিকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে কেউ অর্থশালী সম্মান দিবেন কেউ দুর্বল সম্মান দিবেন না তা হবে না। এ বৈষম্য নারায়ণগঞ্জের রাজনীতিতে আর থাকবে না ইনশাআল্লাহ। বয়সে যত বড় হবে সে তার প্রাপ্য যত বড়ই পাবে অপরাধী হলে অপরাধের বিচার করবে আইন। অনেক নেতাকর্মীরা বলছেন অনেক কষ্ট করেছেন এই ১৭ বছর এখন অনেকেই আসছে। রাজনীতিক দল নতুনদের আসলে তাদের অগ্রাধিকার দিতে হবে। এর মানে এই নয় যারা দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন দুঃসময়ে কষ্ট করেছেন তাদেরকে বঞ্চিত করে নতুন কেউকে সুযোগ করে দেওয়া এটা ভাবার কোন সুযোগ নাই। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উত্তরসূরি আছেন তারেক রহমান তিনি বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডের খবর রাখেন। কেউ অপরাধ করেছেন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি পেতে হয়। আপনার আমার সবার যে স্বপ্ন যে বাংলাদেশে হানাহানি থাকবে না মারামারি থাকবে না বাংলাদেশের প্রতিটি মানুষের যে সুবিচার পাওয়া তা সম্ভব হবে তারেক রহমানের মাধ্যমেই সম্ভব হবে। নাজমুল হক ও সানাউল ইসলাম স্বর্ণার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলাদলের সভাপতি রহিমা শরিফ মায়া, গোগনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোতালেব, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভাপতি পপি আক্তার, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন, গোগনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দিন, গোগনগর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুম, যুবদল নেতা আশা পাঠান প্রমূখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯