
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে পানির পাম্প সংস্কার, নতুন পাম্প স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করাহয়েছে। গতকাল শুক্রবার বিকালে ২৪নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া পাম্প হাউসের সামনের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ২৪ ও ২৫নং ওয়ার্ডের বাসিন্দারা। শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ২৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, ব্যবসায়ী তাজুল ইসলাম, রফিক আবদুল্লাহ, ফারুক হোসেন, রিপন হোসেন রাকিব হোসেন, জহিরুল ইসলাম শাওন, গোলাম মোস্তফা, রিফাত পিয়াস প্রমুখ। বক্তারা বলেন, ২৪নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্পটি ৪ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। ২৫নং ওয়ার্ড লক্ষণখোলা-দাসেরগাঁ’র পাম্পটিও তিন ধরে বিকল হয়ে আছে। এ অবস্থায় এলাকায় তীব্র পানি সংকট বিরাজ করছে। বার বার অভিহিত করা সত্ত্বেও পাম্প সংস্কার ও নতুন পাম্প স্থাপনের কোন উদ্যোগ নিচ্ছেনা নাসিক কর্তৃপক্ষ। বাসিন্দারা পাশের মসজিদ এবং ব্যক্তি উদ্যোগে স্থাপন করা পাম্প থেকে শুধু খাবার পানি টুকু সংগ্রহ করছেন। মানববন্ধনে ৪৮ ঘন্টার মধ্যে পাম্প স্থাপনের দাবি জানান এবং পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যস্ত করার দাবিও জানান। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) জাকির হোসেন জানান, সিটি এলাকায় নতুন ২০টি পাম্প স্থাপনের জন্য দরপত্র দেওয়া (টেন্ডার) হয়েছে। পাম্পগুলো অনেক দামি। এগুলো শিগগির প্রতিস্থাপন করা হবে। পাম্প স্থাপন হলে পানি সমস্যা আর থাকবে না। লক্ষণখোলা-দাসেরগা পাম্পটি আজই মেরামত করা হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯