আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৩:০০

গণমানুষের রাষ্ট্র গঠনে বামপন্থী সরকার দরকার

ডান্ডিবার্তা | ০৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সমাজে শোষণ-বৈষম্য দূর করে গণতান্ত্রিক সরকারের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তার ১০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত করেছে। সম্মেলনের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শাহ আলম। সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি লাল পতাকার মিছিল শহীদ মিনারে এসে শেষ হয়। সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান অতিথি শাহ আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্যরা আঃ হাই শরীফ, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, আব্দুস সালাম বাবুল, দুলাল সাহা, লোকনাথ বর্মন ও এম এ শাহীন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে লুটেরা গোষ্ঠীর দাপট ও বৈষম্য বেড়েছে। পরিবর্তন আনতে রাষ্ট্রব্যবস্থা বদলাতে হবে। সিপিবি ও বামপন্থীরা দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ে সাধারণ মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায়। তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের মূলনীতি রক্ষা করতে হবে এবং বড় স্বার্থের রাজনৈতিক দলের দাপট থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের মুক্তি ও গণমানুষের রাষ্ট্র গঠনে বামপন্থী সরকারই একমাত্র বিকল্প।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা