আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১১:৫০

ফতুল্লায় ৫ কোটি টাকার ভারতীয় শাড়ী উদ্ধার

ডান্ডিবার্তা | ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার কুতুবপুর পাগলা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ৫ কোটি টাকা মূল্যমানের ২ হাজার ২৮২ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করেছে পাগলা কোস্টগার্ড। গতকাল বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে ৫ কোটি ১৩ লাখ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২ হাজার ২ শত ৮২ পিস ভারতীয় শাড়িসহ ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা