আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১১:৩৯

সংবিধানের সংশোধন হবে সংসদেই

ডান্ডিবার্তা | ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সংবিধানের সংশোধন সংসদেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজকেই সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়ে কার্যকর হয়ে গেছে বলে যদি ধরে নেওয়া হয়। সেরকম কোনো ডকুমেন্ট নিয়ে যদি কোনো নাগরিক আদালতে যান এবং তিনি যদি আদালতকে জিজ্ঞেস করেন- বাংলাদেশের সংবিধান কয়টা? তখন ওই আদালতই বলবে- যে সংবিধান সংশোধনে কে করল? কোনো ফোরাম করল? কার এই এখতিয়ার আছে, জিজ্ঞেস করবে। তাহলে আমরা কোন সংবিধান নিয়ে বর্তমানে বিচারকার্য করছি? আমাদের এই বিদ্যমান সংবিধান কি বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে, হয়নি। সুতরাং সংবিধানকে নিয়ে কোনোমতেই সাংঘর্ষিক অবস্থায় যাওয়া যাবে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ জিজ্ঞেস করছে যে- প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার শুধু ফ্যাসিবাদ বাদে সব রাজনৈতিক দলগুলো সরকার, জনগণ সবাই মাসের পর মাস পরিশ্রম করছেন। এখন এক বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করতে, সেটা সমগ্র জাতি দেখেছে। জুলাই সনদ বাস্তবায়ন ব্যতিরেকে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করতে পারবে না। তিনি আরও বলেন, অনেকে বলে যে আপনারা বাস্তবায়ন করবেন না। আমি বলি যে, বিএনপি যে সরকার গঠন করবে- এটা কেউ শপথ করে বলেছে? আমাদেরকে কেন দায়ী করেন? আমি বলব, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে, সামনে শব্দটা ওইভাবে হওয়া উচিত তারা সবাই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এটা বাস্তবায়নের জন্য। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে পারি, আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, এই সরকার গঠিত হওয়ার আরো দুই বছর আগে। ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করছি, তার অধিকাংশই এই ৩১ দফার অন্তর্ভুক্ত। কিন্তু ৩১ দফাতে আরও কিছু সংস্কার আছে, যেগুলো আমাদেরকে করতে হবে যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়। আমি সংস্কার প্রস্তাব দেখেছিলাম ৮২৬টা, তার মধ্যে মাত্র ৫১টা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি, ১১৫টা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত অথবা মন্তব্যসহ একমত হয়েছি। এর বাইরে হচ্ছে, ১৯টা সংবিধান সংক্রান্ত মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছে। নারী আসনে সরাসরি নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, নারী আসনের বিষয়ে বিএনপির পক্ষ থেকেই পাঁচ শতাংশ প্রস্তাব করা হয়েছে, অন্য কোনো দলের পক্ষ থেকে নয়। তিনি আরও বলেন, বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফ্যাসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তবা পোষণ করতে পারিনি। সময় আছে এর ভেতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐক্যমতে পৌঁছাতে পারবো। আমরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল একমত। এ বিষয়ে কারও দ্বিমত নেই, আজ পর্যন্ত নেই। আলোচনায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ, ন্যাশনাল পিপলস পার্টির হাসনাত আবদুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা