
ডান্ডিবার্তা রিপোর্ট
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী তিন নম্বর ঘাটের মাছ বাজার। শীতলক্ষ্যা নদীর তীরে, রেলস্টেশন, বাসটার্মিনাল ও লঞ্চঘাটের পাশে অবস্থিত এই বাজারটি শতবর্ষ পুরোনো বলে জানান স্থানীয়রা। প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত চলে বেচাকেনা, যেখানে পাইকারি দরে মাছ কিনতে ভিড় করেন জেলার বিভিন্ন প্রান্তের ক্রেতারা। সরজমিনে গতকাল শুক্রবার ভোরে দেখা যায়, বাজারে দেশি বোয়াল, পদ্মার ইলিশ, পাবদা, বড় রুই, তেলাপিয়া, রুপচাঁদা, দেশি শিং, নদির চিংড়ি, সাদা পোয়া, টুনা, গলদা চিংড়ি, দেশি টেংনা ও পাঙ্গাসসহ নানা প্রজাতির মাছের সমাহার। এসব মাছ আসছে চাঁদপুর, সিলেট, হাতিয়া, সন্দীপ, সাতক্ষীরা, ময়মনসিংহ, বরিশাল ও রাজশাহীর মতো এলাকা থেকে। এখান থেকে আবার জেলার বিভিন্ন বাজারে মাছ সরবরাহ করা হয়। মাছ বিক্রেতা সুমন মিয়া বলেন, “আমি সিলেট থেকে নদীর মাছ এনে আট বছর ধরে ব্যবসা করছি। এখন মাছ আছে, কিন্তু ক্রেতা কিছুটা কম। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে মাছের প্রাচুর্য থাকলেও বেশি ভিড়ের কারণে দামের তারতম্য হচ্ছে। শহরের দেওভোগের গণেশচন্দ্র দে বলেন, “মাছ আছে, কিন্তু ক্রেতা বেশি হওয়ার কারণে দাম একটু বেশি রাখে। এদিকে আড়তের এক কোণে পদ্মার ইলিশ সাজিয়ে বসা মন্টু বর্মন বলেন, “এবার আমদানি কম হওয়ায় ইলিশের দাম বেড়েছে। তবে শুক্রবার বলে আজকে ক্রেতা বেশি।” ফতুল্লা থেকে আসা চাকুরিজীবী হাসিবুর রহমান বলেন, “প্রতি মাসে সময় করে একবার আসি। নিজের চোখে দেখে মাছ কিনতে স্বস্তি লাগে। বাজার কমিটির সহসাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জানান, “এটি নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় মাছ বাজার। প্রতিদিন প্রতিটি আড়তে মাছ থাকে। প্রায় কোটি টাকার বেচাকেনা হয়। এখানে প্রায় ৬৮ জন আড়ৎদার ব্যবসা করেন। তবে এতো বড় বাজার হয়েও বিক্রেতা-ক্রেতাদের নিরাপত্তা নেই। আমরা চাই, কর্তৃপক্ষ এসে এই বাজারের দিকে নজর দিক। স্থানীয়রা বলছেন, শতবর্ষের এই ঐতিহ্যবাহী বাজার শুধু ব্যবসা নয়, নারায়ণগঞ্জের প্রাণের অংশ। ভোরের হাঁকডাকে জমে ওঠা এই বাজার এখনো ধরে রেখেছে তার ঐতিহ্য ও ব্যস্ততা।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯