আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:১৩

তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডান্ডিবার্তা | ১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তরুণদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডাস্থ জাগরণী সংসদে এ সভা হয়। জেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি আরিফ মীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ.কে.এম. সাইফুল আলম সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক অ্যাড. সাদ্দাম হোসেন, ঢাকা জেলা তরুণ দলের সদস্য সচিব ফেরদৌস সিকদার, মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজু খান, তারাব পৌরসভা তরুণ দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ফতুল্লা থানা তরুণ দলের আহ্বায়ক তরিকুল ইসলাম সিফাতসহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম সরকার বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বার্থে নিরলস কাজ করছেন। নতুন-পুরাতন ষড়যন্ত্রকারীরা আবার সক্রিয় হয়েছে। তরুণ দলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুন্দর দেশ।” সভা শেষে জেলা বিএনপির পক্ষ থেকে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা