আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১১:৫২

নির্বাচন ঠেকানোর চেষ্টা হচ্ছে

ডান্ডিবার্তা | ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তবর্তিকালীন সরকারের দেয়া রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেমতে নির্বাচন কমিশন কাজও করে যাচ্ছেন। কিন্তু নির্বাচন যাতে না হয় সে জন্য পতিত আওয়ামীলীগের প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের দাবি এনে কিছু রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল বা পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এই সময়কে সামনে রেখে নারায়ণগঞ্জে সম্বাব্য প্রার্থীরা নির্বাচনের পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিএনপি নেতাদের দাবি নির্বাচন ফেব্রুয়ারিতে নয় এর আগেও করা হলে সমস্যা নেই। কারণ রাজনৈতিক দলগুলি প্রস্তুত রয়েছে। কারণ স্বৈারাচর শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর নির্বাচন কুক্ষিগত করে রেখেছিল। মানুষ ভোট দেয়ার জন্য উদগ্রীব। এদিকে নির্বাচন ঠেকানো বা নির্বাচন বানচালের বিষয় নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কিভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে। নির্বাচন যাতে না হয়, এর জন্যে বাধা সৃষ্টি করা হচ্ছে।’ শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন যাতে না হয়, এর জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলব— আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।’ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে। ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই-আগস্টের মূল কথা হচ্ছে—স্বৈরতন্ত্রের বিদায়। স্বৈরতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে। আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভ-ামি করেছে শেখ হাসিনা। তিনটা নির্বাচন তিনি করেছেন। কিন্তু এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভ-ামির নির্বাচন। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি নেই। আমি নিশ্চিত, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছু ফয়সালা হয়ে যাবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা