আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১১:৩৯

জলাবদ্ধতায় ফতুল্লাবাসীর জীবনযাত্রা স্থবির

ডান্ডিবার্তা | ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড অন্তর্ভুক্ত লালপুর-পৌষাপুকুর এলাকায় জলাবদ্ধতায় জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। গত দুদিন পূর্বের এক ঘন্টার বৃস্টিতে তলিয়ে গেছে অধিকাংশ রাস্তা-ঘাট। বাসা বাড়ীতে প্রবেশ করেছে নোংরা ময়লাযুক্ত পানি। কোথাও হাটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে রাস্তা তলিয়ে গেছে। সেই রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই নানা দূর্ঘটনার শিকার হচ্ছে অটোরিক্সা, মিশুক চালকরা। ইতিমধ্যেই এরকমই একটি দূর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লালপুর -পৌষাপুকুর পাড় এলাকার বাসীন্দাদের অনেকেই তাদের কস্টের কথা তুলে ধরেছেন। স্থানীয়রা জানায়, বছরের বছর ধরে তাদের এ সমস্যা। সামান্য বৃস্টিতেই রাস্তা ডুবে যায় বাসা বাড়ীতে পানি প্রবেশ করে। কোরবানি ঈদ হলে তাদের কে গরু জবাই দিতে হয় বাসার ছাদে কেউ কেউ আবার পাশের এলাকায় গিয়ে কোরবানি দিয়ে পরে মাংস বাসায় নিয়ে আসে। মসজিদের নিচতলায় পানি প্রবেশ করলে মাইকে আজান দিতে পারেনা মুয়াজ্জিন। কবরস্থানও তলিয়ে যায় পানিতে। রাস্তায় চলাচলকারী মিশুক, অটোরিক্সা, মোটর সাইকেল প্রায় দূর্ঘটনার শিকার হয়। কখনো কখনো রাস্তার পাশে ডোবা, পুকুরেও রিক্সা, মিশুক রাস্তা থেকে ছিটকে গিয়ে গিয়ে ডুবে যায়। বর্ষাকালে রাস্তায় নৌকা, ভ্যান গাড়ী চলাচল করে। এ এলাকায় এখন আর মানুষ বসবাস করতে চায়না। স্থানীয় অনেকেই বাড়ী ভাড়া দিয়ে অনত্র চলে গেছে। আবার ভাড়াটিয়ারাও থাকতে চায়না। তারা ও অন্য এলাকায় ভাড়া চলে যাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় সড়ক গুলি ডুবে হাঁটু পানি দেখা গেছে। ফলে ব্যটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলে যাতায়াতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া পাকা সড়ক গুলি ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। আর বাড়ীর আশে পাশে বৃষ্টির পানি থৈ থৈ করছে। জলাবদ্ধতার কারণে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ।নানা ধরনের বিষাক্ত পোকার আতংকে দিন পার করছেন মানুষ। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা। মশার উৎপাত তো রয়েছেই। ঘরের মেঝেতে পানি উঠে যাওয়ায় বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা ঘরের ভেতর ঢুকে পড়ছে। ফলে শিশু সহ সব বয়সের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। চতূর্থ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী রুমানা বলেন,ঘরের ভিতরে পানি থইথই করছে। বাইরে গিয়ে খেলা করতে পারচ্ছি না। এবং আমার পায়ে চুলকানি হয়েছে। স্কুলে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। মিশুক চালক সোলেয়মান জানান, তিনি কিস্তি তুলে ও গ্রামের বাড়ীর জায়গা বন্ধক রেখে ব্যাটারী চালিত একটি মিশুক ১ লাখ ৩০ হাজার টাকা তৈরি করেছেন। তার ভাড়াটিয়া বাসার ভিতরই গাড়িটি রাখতেন। এক রাতের বৃস্টিতে রাস্তা তলিয়ে যাওয়ার পাশাপাশি ভাড়া বাড়ীতেও পানি প্রবেশ করে। ফলে মটর জ্বলে যায়। কোনমতে সেই মিশুক পঞ্চবটী এলাকায় নিয়ে গিয়ে একটি রিক্সার গ্যারেজে রেখে মটর মেরামত করে চালাচ্ছি। তিনি বলেন, লালপুর, পৌষাপুকুর পাড় এলাকায় ব্যাটারীচালিত মিশুক,অটো রিক্সা চলাচল করলে তা অতি দ্রুতই ভেঙ্গে যায়। স্থানীয় ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন জানান, তারা জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে। একটা বাধ ছিলো সেটা ইসদাইর এলাকার ভিতরে পানি জমে থাকায় তারা সেটা কেটে দিয়েছে। ফলে লালপুর- পৌষাপুকুর এলাকায় সেই পানিগুলো এসে নতুন করে রাস্তা- ঘাট তলিয়ে দিয়েছে। তাদের সাথে আলোচনা করে আবারো আজ বাধ দেওয়া হবে। স্থানীয়বাসীর ভোগান্তি লাগবে জেলা প্রশাসক (ডিসি) ইতিমধ্যেই সরজমিনে এসে দেখে গেছেন এবং সমস্যা দূরীকরণে সরকারী উর্ধ্বতন মহলের সাথে কথা বলে কাজ করে যাচ্ছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা