
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ পিচকামতাল গ্রামে কৌশলে বাবা হযরত আলীর কাছ থেকে বিপুল পরিমাণ সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে পাষন্ড বড় ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে। এদিকে বিষয়টি জানার পর সন্তানদের জমি ফেরতের অনুরোধ করলে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে ওই ছেলে ও তার স্ত্রী। উপায় না পেয়ে ভূক্তভোগী বাবা হযরত আলী বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ তিনি বলেন, তার বড় ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী সালেহা বেগম এবং তাদের সহযোগী মাকসুদ ও লিটনের বিরুদ্ধে। তার আরো দুই ছেলে পাখি মিয়া (৩৫), নজরুল ইসলাম (৩৮) দুবাই প্রবাসী। তারা বিদেশে থাকায় বড় ছেলে মিজান তার কাছ থেকে কৌশলে ৬৮ শতাংশ সম্পত্তি লিখে নেয়। তিনি আরও বলেন, গত ২৮ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে ছেলে নিজামের বাড়ীতে গিয়া দলিলের কপি চাহিলে তাকে মারধর ও গলাচেপে গত্যার চেষ্টা করে। তার ছেলে মিজান রাজাকার পুত্র মুছাপুর ইউনিয়ন ও উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের আশ্রয় প্রশ্রয়ে থেকে এই সকল অপকর্ম করছে। তার অত্যাচারে অতিষ্ঠ মা-বাবা ভাই-বোন থেকে শুরু করে এলাকার নিরহ মানুষ। নিরীহ মানুষের জায়গা সম্পত্তি দখল করে জোরপূর্বক নামমাত্র টাকা নিয়ে লিখে নিয়ে যায়। তার রয়েছে বিশাল বাহিনী তার ভয়ে এলাকার নিরীহ মানুষ প্রতিবাদ করতে সাহস পায় না। শুধু তাই না পরের জায়গা জমি আত্মসাত করতে করতে এখন আপন বৃদ্ধ বাবাকে মারধর দুই ভাই ও বোনকে না দিয়ে বাড়ি ও ফসলি সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যায়। ভূক্তভোগী হযরত আলীর স্ত্রী ও মিজানুর রহমানের মা বৃদ্ধ আয়েশা বেগম বলেন, আমাদের বড় পোলা মিজান আমার স্বামীকে মিথ্যা কথা বলে বিদেশে থাকা দুই পোলা ও এক মেয়েকে না জানিয়ে বাড়ি ও জমিসহ ৬৮ শতাংশ জায়গা কৌশলে লেইক্কা লইয়া গেছে। আর আমার জমি ফেরত চাইলে পোলা ও তার বউ আমাকে মারধর করে। আমরা মাকসুদ চেয়ারম্যান ও মনির মেম্বারের কাছে কয়েকবার বিচার দিলেও তারা প্রতিকার করেননি। কারন আমার পোলা মাকসুদ চেয়ারম্যানের লোক। সেই প্রভাব খাটিয়ে আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে তার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বাদী ও বিবাদীর সাথে কথাও বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯