
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, “একটা পরিবারের সকল লোক পালিয়ে গেলেও একজন লোক তার নিজের ফ্যাক্টরিতে বসে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র করছে। সবাই পালিয়ে যাওয়ার পরেও তার ফ্যাক্টরি, ব্যবসা-বাণিজ্য ও গরুর খামার কারা পরিচালনা করছে, সেটি খতিয়ে দেখা জরুরি।” গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ দক্ষিণ থানা মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা রহমানের সভাপতিত্বে ‘মহিলা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, “শামীম ওসমান, অয়ন ওসমান ও আজমেরী ওসমানের ব্যবসা-বাণিজ্য কারা পরিচালনা করছে? প্রশাসনের দায়িত্ব হচ্ছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা।” মঈনুদ্দিন আহমাদ বলেন, “বহু বছর ধরে একটি দল অন্যায়ভাবে ক্ষমতায় থেকে জুলুম-অত্যাচার, চুরি-ডাকাতি, লুটপাট চালিয়েছে। কিন্তু ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই জুলুমবাজ আওয়ামী লীগের পতন ঘটেছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা পালাতে পারেনি তারা দেশে বসেই সমাজ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।” তিনি বলেন, “আমাদের প্রত্যেককে আল্লাহ তা’আলা কিছু দায়িত্ব দিয়েছেন। পরিবারকে দ্বীনদার ও পরহেজগার বানানো যেমন দায়িত্ব, তেমনি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্যও ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা দায়িত্ব। নির্বাচনের মাধ্যমে ইসলামের বিজয় হলে এ দায়িত্ব পালনে সহজ হবে।” ইসলাম ও কোরআনের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান নারায়ণণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সাবেক এ আমীর।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯