
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে কাঁচপুরে হাইওয়ে সড়কের পাশে পরিচালিত উচ্ছেদ অভিযানের অল্প কিছুদিনের মধ্যেই আবারো ফুটপাত দখল হয়ে গেছে। অসংখ্য হকার ও অবৈধ দোকানপাট বসায় তৈরি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। স্থানীয়দের অভিযোগ, কাঁচপুর ইউনিয়নের প্রধান চলাচলের রাস্তা হিসেবে পরিচিত বাস ইস্টার্ন এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। উচ্ছেদের পরও হকার, অবৈধ দোকান ও রাজনৈতিক দলের কার্যালয় গড়ে ওঠায় জনজীবনে ভোগান্তি বাড়ছে। এতে মানুষের হাঁটাচলা যেমন কষ্টকর হয়ে উঠছে, তেমনি সড়কে যানজটও প্রকট আকার ধারণ করছে। এলাকাবাসীর দাবি, মহাসড়কের রাস্তায় যাতে ডাম্পিংয়ের নষ্ট গাড়ি না রাখা হয় এবং ফুটপাতে অবৈধ দোকান না বসে, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের মতে, টেকসই সমাধানের জন্য শুধু উচ্ছেদ নয়, নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বাড়ানো জরুরি। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, আমরা যখন সড়কে উপস্থিত থাকি তখন দোকানপাট সরিয়ে ফেলা হয়। কিন্তু আমরা সরে আসলেই আবার ফুটপাতে দোকান বসানো শুরু হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তার নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯