আজ বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:৪১

অবশেষে বোধদ্বয় বিএনপির

ডান্ডিবার্তা | ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শান্ত ও শান্তিপূর্ন ভাবে বিএনপি রাজনৈতিক কর্মকান্ড এগিয়ে নিতে চান। কিন্তু নারায়ণগঞ্জ বিএনপির নেতারা তার উল্টো পথে হাঁটছেন। নারায়নগঞ্জে বিএনপির মধ্যে যে দ্বন্দ্ব বা বিরোধ তা দীর্ঘ ১৪/১৫ বছরের। আর এ দ্বন্দ্ব নেতৃত্ব নিয়ে। এক পক্ষ বলছেন, বর্তমানে যাদের হাতে নেতৃত্ব তাদের দক্ষতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আর অদক্ষদের হাতে নেতৃত্বে থাকায় নারায়ণগঞ্জ বিএনপি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তাতেও ভ্রৃক্ষেপ নেই নেতাদের তাদের দরকার পদ পদবী বিক্রি করে নিজেদের আখের গুছাতে। দল দিন দিন রসাতলে যাচ্ছে সে দিকে খেয়াল নেই। বিষয়টি কেন্দ্র আঁচ করতে পেরেও এখন কিছু বরছেন না। কারণ বিএনপি এখন নিজ দল বা অন্য কোন দলের সাথে দ্বন্দ্বে জড়াতে চাচ্ছেন না। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এ মুহূর্তে দেশে এমন কোনো উত্তাপ পরিস্থিতি চায় না, যা দেশের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে। তবে দলটির সন্দেহ, ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবে বিএনপি। সরকারকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থেকে জনগণের সঙ্গে থাকার জন্য বলা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী, নির্বাচনকে বিএনপিও উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসাবে দেখতে চায়। এর আগে তারাও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত রয়েছে। দলীয় সূত্র জানায়, জুলাই সনদের যে কটি ধারা বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো সংসদের ওপরই নির্ভরশীল বিএনপি। পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে তা সরকারের ওপর ছেড়ে দেওয়ার ভার দিতে পারে দলটি। এই মতামত রেখেই কমিশনে চূড়ান্ত মতামত জমা দেওয়ার কথা রয়েছে দলটির। দুর্গাপূজার নিরাপত্তা, সতর্ক দৃষ্টি রাখা এবং হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে মিশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা