
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে জুতা চুরির অভিযোগে এক যুবককে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সড়কে ‘ট্রেন্ডই সু’ নামে একটি জুতার দোকানের সামনে এই ঘটনা ঘটে। তবে মারধরের শিকার ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। দুপুর দুইটার দিকে ডিআইটি মার্কেটের দোকানটির সামনে মানুষজনের জটলা দেখা যায়। ভিড় ঠেলে গেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একজন যুবককে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এবং তাকে মারধর করছিলেন দোকানটির মালিক ও কর্মচারীরা। এতে অংশ নেন পথচারীরাও। তাদের মধ্যে কয়েকজন সরকারি তোলারাম কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীও ছিলেন। লাঠি হাতে থাকা মো. সানি নামে এক যুবক নিজেকে দোকানটির মালিক পরিচয় দিয়ে বলেন, “আমার দোকানে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। ভেতর থেকে মনিটরে আমার কর্মচারী বাইরে রাখা জুতা একজনকে ব্যাগে ভরতে দেখে। পরে বাইরে এসে হাতেনাতে ওকে ধরে। তারপর আমরা একটু শাসন করে দেই। মারধর করার সময় দোকান মালিক সানিকে বলতে শোনা যায়, “ওহন তোরে মারলেও কোনো মামলা নাই।” এদিকে, প্রায় ৩০ মিনিট ওই যুবককে বেঁধে রেখে মারধর করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। যাবার সময় যুবকের সঙ্গে কথা বলারও চেষ্টা করলে সে কোনো কথার উত্তর না দিয়ে চলে যান। এ ব্যপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহাম্মেদের সাথে রাতে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না বা কেহ অভিযোগও করেননি।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯