আজ মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৫:৫৯

না’গঞ্জের ৪ থানায়ই দৌড়ঝাপ গিয়াসের

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সাতটি থানার মধ্যে চারটি থানায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিন। ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ এবং বন্দর থানার এমপি পদপ্রার্থী নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে থাকায় গিয়াসউদ্দিনকে যে কোনো আসন থেকে মনোনয়ন দেয়া হতে পারে- এমন সম্ভাবনার আলোকে এখন আলোচনার তুঙ্গে অবস্থান করছেন জেলা বিএনপির সাবেক এই সভাপতি। স¤প্রতি বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার থানায়ই বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন গিয়াসউদ্দিন। গত ৩ সেপ্টেম্বর সকালে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালি করেন তিনি। এরপর বিকেলে সোনারগাঁ এবং বন্দরে কয়েকশো গাড়ি বহর নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য আনন্দ মিছিলে অংশ নেন গিয়াস। এদিকে মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতায় গিয়াসউদ্দিন এগিয়ে থাকার কারণে তার বিরুদ্ধে দলের ভিতর এবং বাহির থেকে সমান তালে ষড়যন্ত্র চলছে। গিয়াসউদ্দিন যাতে মনোনয়ন না পায় সেজন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। তবে এসব ষড়যন্ত্রকে পাত্তা না দিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সাবেক এই সাংসদ। একের পর এক সভা সমাবেশ করছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আহŸান জানাচ্ছেন। লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে গিয়াসউদ্দিনের সভা সমাবেশগুলো। গিয়াস ঠেকাতে যতো চেষ্টাই করা হচ্ছে, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছেন জাঁদরেল রাজনীতিবিদ মোঃ গিয়াসউদ্দিন। পর্যবেক্ষণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন জাতীয় এবং দলীয় কর্মসূচিগুলো নিজ নেতাকর্মীদের নিয়ে একাই পালন করছেন। জেলা বিএনপির অনুষ্ঠানে খুব একটা তাকে দেখা যাচ্ছে না। তৃণমূল পর্যায়ে অসম্ভব জনপ্রিয় গিয়াসউদ্দিনের রয়েছে বিশাল কর্মী বাহিনী। এদেরকে নিয়ে প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন তিনি। নিজ এলাকা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের পাশাপাশি সোনারগাঁ, সদর, বন্দর, এমনকি আড়াইহাজার, রূপগঞ্জেও যাচ্ছেন তিনি। কখনো দলীয় কর্মসূচি পালনে, কখনো অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে আবার কখনোবা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। যেখানেই যাচ্ছেন গিয়াসউদ্দিন সেখানেই নেতাকর্মীদের ঢল নামছে। সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের কাছে আহŸান জানাচ্ছেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা