
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত এক কর্মচারী এখনো কীভাবে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) গাড়িচালক হিসেবে দায়িত্বে আছেন, সে প্রশ্ন তুলেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। গতকাল সোমবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে রাজনৈতিক নেতাদের মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় ওই চালককে অব্যাহতি দেবারও দাবি তোলেন বিএনপির এ নেতা। টিপু বলেন, “উন্নয়ন শব্দটা গতানুগতিক যখন যে সরকার আসবে, প্রশাসন আসবে সে উন্নয়ন অবশ্যই করবে। কিন্তু সে উন্নয়ন হতে হবে টেকসই ও জনগণের কল্যাণে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক যারা ছিল ফ্যাসিস্টের আমলে, তারা কিছু রাস্তা-ঘাট বড় করছে এটা অস্বীকার করা যাবে না।” তিনি আরও বলেন, “এই ফ্যাসিস্ট মুক্ত হবার পর, মেয়র আইভী গ্রেপ্তারের পর তার হাতে অনেক লোক নিয়োগ হয়েছে। তারা এখনও তার পারপাস সার্ভ করে, এবং চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবার পরেও কীভাবে চালক জসিম আপনার (প্রশাসক) আর প্রধান নির্বাহী (সিইও) সাহেবের গাড়ি চালায়? তার বিরুদ্ধে অভিযোগ তো প্রমানিত হয়েছে। সে তো আপনাদের তথাগত পারপাস সার্ভ করার জন্য এখানে আছে। আমরা আশা করবো আজকের পর থেকে সে যেন এখানে আর না থাকে।” তিনি বলেন, “আপনারা আবুল, যে দুর্নীতি করেছিল তাকে রাজশাহী বদলি করেছেন, এবং হিরন আর শ্যামলকে ডিমোশন দিয়ে এখানে রেখেছেন। জসিমের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণের পরেও প্রশাসন আপনি জানেন সে প্রধান নির্বাহী (সিইও) সাহেবের গাড়ি চালায়। প্রমাণিত হোক বা না হোক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা অন্য কিছু আছে। প্রশাসনের কাছে অনুরোধ আমরা এই সিটি করপোরেশন আওয়ামী লীগ মুক্ত চাই। এবং আইভী ব্যক্তিগত লোক মুক্ত চাই। আপনারা আলোচনা করে সমনে যে লোক নিয়োগ হবে, মেধা অনুসারে নিয়োগ দিতে হবে।”
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯