
ডান্ডিবার্তা রিপোর্ট
গত কয়েকদিনের হালকা ও ভারী বর্ষণে ডিএনডি বাঁধের ভেতর ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডিএনডি’র নিচু এলাকার বহু বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প-কারখানা, মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজ, সবজি ক্ষেত ও নার্সারিসহ বিভিন্ন স্থাপনা বর্ষণের কারণে দেড় থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে আছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বৃষ্টির পানির সঙ্গে শিল্প-কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য মিশে বিবর্ণ আকার ধারণ করেছে জলাবদ্ধতার পানি। নিরুপায় হয়ে মানুষ দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফতুল্লার লালপুর ও পৌষাপুকুর পাড়া এলাকা। সেখানকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুম এলেই আমরা পানিবন্দি হয়ে পড়ি। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ পোহাতে হয়। সরকার আসে সরকার যায়, কিন্তু জলাবদ্ধতা থেকে নিস্তার পাচ্ছি না আমরা। দ্রæত জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পানিবন্দি মানুষেরা। এদিকে বাদ যায়নি নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কসহ নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা। স্যুয়ারেজের পানি জলাদ্ধতার পানি সঙ্গে মিশে একাকার। সরজমিন ফতুল্লায় দেখা যায়, চারদিকে পানি থৈ থৈ করছে। রাস্তা-ঘাট ডুবে আছে। বাড়ি-ঘরে পানি। নিচু এলাকার অবস্থা আরও ভয়াবহ। ওই এলাকার বায়তুল আশরাফ জামে মসজিদের নিচতলা ডুবে গেছে। ভেতরে হাঁটুপানি। ফলে নিচতলায় নামাজ আদায় করতে পারছেন না মুসল্লিরা। শুধু তাই নয়, মসজিদে প্রবেশের রাস্তা কমর সমান পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টিতে ভরে যাওয়া ড্রেন থেকে উঠে আসা নোংরা পানি মাড়িয়ে মসজিদে আসা সম্ভব হচ্ছে না মুসুল্লিদের। ফতুল্লার লালপুর ও পৌষাপুকুর পাড় এলাকার পানিবন্দি মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এখন ভ্যান গাড়ি। এলাকাবাসীর অভিযোগ, সামান্য পথ পাড়ি দিতেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আরেকটু পানি বৃদ্ধি পেলে নৌকা ছাড়া চলাচল অসম্ভব হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার পাশাপাশি ভোগান্তি চরমে পৌঁছাবে। পায়ে হেঁটে চলাচল করা তো দূরের কথা, মোটর, রিকশা, মিশুকও চলাচল করতে পারছে না রাস্তা দিয়ে। স্থানীয়রা বলেন, সরকার পরিবর্তন হয় ঠিকই কিন্তু লালপুর- পৌষাপুকুর এলাকাবাসীর ভাগ্য পরিবর্তন হয় না। ১৬ বছর ধরে কোনো সংস্কার নেই এ এলাকায়। যতদিন যাচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি ততই বাড়ছে। এই এলাকার সংস্কার যে কবে হবে-তা একমাত্র আল্লাহ্ জানে। স্থানীয় ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন জানান, বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও শাহ আলম সাহেবের অর্থায়নে সচল হওয়া তিনটি পাম্প একযোগে চালু করা হয়েছে। কিন্তু বৃষ্টির কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। এভাবে আরও কয়েক ঘণ্টা বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। আল্লাহ্ই এখন আমাদের একমাত্র ভরসা। এছাড়াও দু’দিনের টানা বর্ষণের ফলে ডিএনডি বাঁধের ভেতর সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ওদিকে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোডসহ শহরের অলি-গলির রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের মাসদাইর এলাকায় ব্যাপক জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষজন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯