আজ মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:০৩

এগারো দফা দাবিতে নাসিক প্রশাসককে আমরা নারায়ণগঞ্জবাসীর স্মারকলিপি

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল সোমবার বেলা ১১টায় আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কদম রসূল সেতু নির্মান কাজ শুরু এবং মেট্রো রেল প্রকল্পে নারায়ণগঞ্জ সদর ও মদনপুরকে সংযুক্ত করা সহ শহরের যানজট নিরসন ও বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে নি¤েœ বর্ণিত ১১ দফা দাবী বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোশনের মাননীয় প্রশাসক জনাব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ্ এর নিকট স্মারকলিপি পেশ করেন। সংগঠনের নেতৃবৃন্দ কদম রসূল সেতু নির্মান কাজ চলমান রেখে সেতুর পশ্চিমাংশে র‌্যাম্প/ল্যান্ডিং পয়েন্টটি প্রয়োজনীয় সংস্কার ও উত্তর দিকে আরেকটি র‌্যাম্প/ল্যান্ডিং পয়েন্ট সংযোগের দাবী জানান। নাসিক প্রশাসক গভীর মনোযোগের সাথে দাবীসমূহ শ্রবন করেন এবং দাবীগুলি যৌক্তিক বলে মত প্রকাশ করে স্মারকলিপি গ্রহনপূর্বক উহা দ্রæত সমাধানে সচেষ্ট হবেন বলে আশ্বস্ত করেন। সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ নবাগত প্রশাসক মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা সমাধান ও জন কল্যাণে অবদান রাখার আহŸান জানান। দাবিগুলি হলো, বন্দরবাসীর দূর্ভোগ লাঘবে কদম রসুল সেতুর প্রয়োজনীয় র‌্যাম্প পরিবর্তন করে দ্রæত নির্মান কাজ শুরু ও চলমাল রাখা।
মেট্রো রেল গজঞ-২ প্রকল্পে নারায়ণগঞ্জ সদর ও মদনপুরকে সংযুক্ত করে প্রকল্প বাস্তবায়নে ব্যবস্থা গ্রহন করা।
রাসেল পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল খালের পানিতে ভাসমান কচুরীপানা ও ময়লা আবর্জনা দ্রæত পরিষ্কার করে তা প্রতি মাসে অন্তত: দুই বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবী জানাচ্ছি।
বঙ্গবন্ধু রোড সহ শহরের সকল সড়ক বাতি এবং রাসেল পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল লেকের চতুর্পাশে স্থাপিত নিশ্চল সড়ক বাতিগুলি ধারাবাহিক ভাবে সচল রাখা।
মীরজুমলা রোড, সিরাজদ্দৌল্লা রোড ও শায়েস্তা খাঁন রোড সম্পূর্ণ হকার মুক্ত করে যানবাহন চলাচল নির্বিঘœ রাখা।
২নং গেইট এর মোড় দিয়ে উল্টো পথে পশ্চিমে আলী আহাম্মদ চুনকা সড়কে অবৈধ ভাবে যান চলাচল প্রবেশ বন্ধ করা। বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড় থেকে উল্টোপথে ডানদিকে তথা দক্ষিনে যান চলাচল বন্ধ করা।
২নং গেইট দিয়ে দক্ষিণে বঙ্গবন্ধু সড়কের বিভাজকের দুই পার্শ্বেই গাড়ি চলাচলা নিশ্চিত করা।
২নং রেল গেইট থেকে বাস ষ্টোপেজ অপসারণ এবং এসএস রোড (চেম্বার রোড) থেকে বাম দিকে কোনাকুনি (মুক্তিযোদ্ধা স্তম্ভ সংলগ্ন) বঙ্গবন্ধু সড়কে যাওয়ার ফুটপাত ও রাস্তাটি হকার মুক্ত করে পথচারী ও যান চলাচলে উন্মুক্ত করা। ২নং গেইট হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন দেওভোগ অঞ্চলে প্রবেশের জন্য প্রবেশ পথ তৈরি করা।
২নং গেইট তথা আলমাস পয়েন্ট থেকে উত্তরে ২নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পার্শ্বের রাস্তাটি ১০/১৫ ফুট প্রশস্ত করা।
চাষাড়া মোড়ের সোনালী ব্যাংকের সম্মুখে বঙ্গবন্ধু সড়কের পূর্ব পার্শ্বটি যান চলাচলে উন্মুক্ত রাখতে অবৈধ মিশুক ও সিএনজি ষ্টেশন অপসারন করা।
২নং রেল গেইট থেকে রেল লাইনের পাশ দিয়ে চাষাড়া পর্যন্ত অস্থায়ী রাস্তাটি সংস্কার ও যান চলাচলে উন্মুক্ত করা। স্মারকলিপি দাখিলের সময় সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি কুতুবউদ্দিন আহম্মদ, হাজী মোঃ রমজান উল রশীদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য হাজী লোকমান আহম্মদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সাংবাদিক আব্দুল লতিফ রানা প্রমুখ।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা