আজ রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২ | ৫ রবিউস সানি ১৪৪৭ | রাত ১:২৮

না’গঞ্জ ডিসি ও এসপির সাথে খেলাফত মজলিসের সাক্ষাৎ

ডান্ডিবার্তা | ২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা ও নবাগত পুলিশ সুপার (এসপি) মো. জসীমউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল বুধবার দুপুর ১২টায় এ সাক্ষাৎ করেন তারা। আগামী শুক্রবার বিকাল ৩টায় নগরীর ডিআইটি চত্বরে “জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যাসহ সকল হত্যাকা-ের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে” এক গণসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। প্রতিনিধিদল জেলা প্রশাসককে সমাবেশ বিষয়ে অবহিত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার মো. জসীমউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সেক্রেটারি আল-আমিন রাকিব, মহানগর সহ-সভাপতি নূর আলম, আনোয়ার হোসেন, সানাউল্লাহ মেম্বার, জেলার সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা ইসলামুল হক, আড়াইহাজার থানা সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, বন্দরের মুফতি মোশাররফ হোসাইন হাতেমী প্রমুখ।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা