আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:২১

মডেল মাসুদে বিএনপির রাজনীতিতে অন্ধকার!

ডান্ডিবার্তা | ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী ফ্যাসিবাদী আইভীর অনুসারী চক্রের দোসর ছাড়া মডেল মাসুদের রাজনীতির কোনো ভিত্তি নেই—এমন অভিযোগ তুলেছেন বিএনপির তৃণমূল নেতারা। নাম প্রকাশ না করার শর্তে নেতারা জানান, মডেল মাসুদ দলের ভেতরে কার্যত একা। সদস্যপদ অর্জন করলেও মূল দলের দু’একজন ছাড়া তার পাশে কেউ নেই। যেসব ব্যক্তি তার আশেপাশে রয়েছেন, তারাও অতীতে নানা অপকর্মে জড়িত থাকায় ব্যাপকভাবে বিতর্কিত। বিশেষ করে মডেল মাসুদ নির্ভর করছেন বিএনপির একজন বিতর্কিত নেতা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর ওপর। তিনি অবৈধ গ্যাস সংযোগ সিন্ডিকেটের নেতৃত্ব দেন। ফতুল্লা, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এই তিন থানার বড় অংশই আনুর দখলে। সেই আনুই মডেল মাসুদের আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল নেতারা আরও বলেন, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিটি পূজাম-পে আওয়ামী লীগের বিতর্কিত দোসর ও সিটি কর্পোরেশনের বিতর্কিত মেয়র আইভীর অনুসারীদের নিয়ে মডেল মাসুদ তার রাজনৈতিক কৌশল চালু করেছেন। এর মাধ্যমে তিনি একদিকে নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরতে চাইছেন, অন্যদিকে বিএনপির প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ক্ষমতালোভী চক্রকে প্রাধান্য দিচ্ছেন। অভিযোগকারী নেতারা আরও বলেন, আওয়ামী দোসরদের ছাড়া মডেল মাসুদের রাজনীতির কবর রচিত হবে। তিনি বিএনপির নাম ব্যবহার করলেও ভেতরে ভেতরে দলের মূল নীতি ও জাতীয়তাবাদী আদর্শের বিরোধিতা করছেন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে অর্থ দিয়ে প্রোগ্রাম সাজিয়ে জনগণের সামনে নাটক মঞ্চস্থ করছেন। অথচ সাধারণ মানুষ ভালো করেই জানে—আওয়ামী দোসরদের সঙ্গে আঁতাত করে বিএনপিকে কখনো শক্তিশালী করা যায় না। তৃণমূল নেতারা অভিযোগ করে বলেন, যেভাবে ফ্যাসিবাদী সরকারের সময় বিএনপির ত্যাগী কর্মীরা নির্যাতিত হয়েছিলেন, আজ ঠিক সেভাবেই মডেল মাসুদের মতো ব্যক্তিদের কারণে আবারও ত্যাগী কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি অর্থ ও প্রভাবের দাপটে আওয়ামী দোসরদের সাথে নিয়ে বিএনপির রাজনীতির নামে বিএনপির সঙ্গেই বেইমানি করছেন। একদিন তার এই মুখোশ উন্মোচিত হবেই। ইনশাআল্লাহ, খুব শিগগিরই জনগণ বুঝতে পারবে আসল সত্য। নেতারা আরও বলেন, রাজনীতি মানে ত্যাগ, জনগণের স্বার্থে সংগ্রাম এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। অথচ মডেল মাসুদ রাজনীতিকে বানিয়েছেন ব্যবসার হাতিয়ার। তিনি যখন যেই দলকে সুবিধাজনক মনে করেন, তখনই সেই দলের কাঁধে ভর করেন। যেকোনো দলের পতাকা ব্যবহার করে নিজেকে প্রচার করলেও সাধারণ মানুষের কষ্ট, আন্দোলনের দাবি কিংবা ত্যাগী নেতাকর্মীদের অবস্থার প্রতি তার কোনো সহানুভূতি নেই। এভাবে চলতে থাকলে বিএনপির বড় ক্ষতি হবে। কারণ আওয়ামী দোসরদের সাথে হাত মিলিয়ে কখনো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করা যায় না। মূলত তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদেরই বড় সহযোগী। তৃণমূল নেতাদের অভিযোগ, মডেল মাসুদ কেবল নিজের অবস্থান পাকাপোক্ত করতে অর্থ খরচ করছেন। তিনি যেন জনগণের পাশে আছেন এমন ভান করছেন, কিন্তু বাস্তবে জনগণকে ব্যবহার করছেন রাজনৈতিক প্রদর্শনীর অংশ হিসেবে। দলের ত্যাগী নেতাকর্মীরা যখন কারাবন্দি বা হয়রানির শিকার হচ্ছেন, তখন তিনি আওয়ামী লীগ ও আইভীর অনুসারীদের নিয়ে নিজের ব্যবসা প্রসারিত করছেন। বিএনপির ত্যাগী ও বিশ্বস্ত নেতাকর্মীরা ইতোমধ্যেই তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। শেষে তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নেতৃত্ব যদি সময়মতো এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত না নেয়, তবে মডেল মাসুদের মতো বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে দল আবারও ক্ষতিগ্রস্ত হবে। আজ নয়, কাল জনগণ তার ভ-ামি বুঝে যাবে। ইনশাআল্লাহ, সত্য প্রকাশ পেতে বেশি দেরি হবে না। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্থানীয় রাজনীতি এবং মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতার রাজনীতিতে এখন এমন এক ধারা শুরু হয়েছে, যেখানে অনেকে জনপ্রতিনিধি হওয়ার আগেই অর্থাৎ এমপি মনোনয়ন পাওয়ার আগেই ‘গডফাদার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন। গতকাল শুক্রবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই মন্তব্য করে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। অ্যাডভোকেট টিপু তাঁর স্ট্যাটাসে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন: “বিগত দিনে অনেকে এমপি হওয়ার পর গডফাদার হয়েছেন, আর বর্তমানে অনেকে এমপি মনোনয়ন পাওয়ার আগেই গডফাদার হয়ে যাচ্ছেন। বিষয়টি শুভকর নয়!” তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে স্থানীয় পর্যায়ে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে মনোনয়ন নিশ্চিত করতে চাওয়া ব্যক্তিদের সমালোচনা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণত, ‘গডফাদার’ শব্দটি রাজনীতিতে অবৈধ প্রভাব, পেশীশক্তি, এবং অনৈতিক উপায়ে ক্ষমতা ধরে রাখার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা