আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:১৪

সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

ডান্ডিবার্তা | ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে পৃথক দুুুটি সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- প্রবাস ফেরত যুবক মৃদুল (২৮) ও নৈশ প্রহরী আব্দুর রউফ (৭০)। জানাগেছে, গতকাল শুক্রবার সকালে পূর্বাচল ৯ নম্বর সেক্টরের জলসিঁড়ি এলাকায় ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মৃদুল ও আহম্মদ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃদুলকে মৃত ঘোষণা করেন। পরে আহত আহম্মদকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। অপরদিকে, উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি সিএনজি নৈশ প্রহরী আব্দুর রউফকে জোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক সিএনজিটি জব্দসহ এর চালক কাউসারকে গ্রেপ্তার করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা