আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | বিকাল ৩:১৪

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাসদের সমাবেশ

ডান্ডিবার্তা | ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নিত্যপণ্যের দাম কমানো, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়ার পরিকল্পনা বাতিল, মব সন্ত্রাস বন্ধ, ঘোষিত সময়ে নির্বাচন দেয়া, মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জ মূল শহর অন্তর্ভূক্ত করা, নগর খানপুরে কন্টেইনার পোর্ট করার পরিকল্পনা বাতিল, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৫টায় ২নং রেলগেইটে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ^াস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির। নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর এক মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলার প্রশ্নে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। মব সন্ত্রাস তৈরি করে শতাধিক মাজার খানকা ভাঙা হয়েছে। মব তৈরি করে লালন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল উৎসব, মেয়েদের খেলা বন্ধ করা হয়েছে। নারীদের হেনস্তা করা হয়েছে। সর্বশেষ রাজবাড়িতে নুরাল পাগলা মৃত্যুর পর তৌহিদী জনতা নাম করে তাঁর লাশ কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। সরকার আছে, পুলিশ আছে, গোয়েন্দা সংস্থা আছে কিন্তু সবাই নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে। নির্দিষ্ট মৌলবাদী গোষ্ঠী এসব ঘটনা ঘটাচ্ছে। সরকারের একটি অংশ মবকে প্রেসার গ্রুপ বলে আস্কারা দিচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান ইস্যূ ছিলো দ্রব্যমূল্য বৃদ্ধি, গণবিচ্ছিন্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছে। কিন্তু অভ্যূত্থানের পরেও আমরা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখছি। গতমাসেও নিত্যপণ্যের মূল্যস্ফীতি ছিল প্রায় ১০%। শ্রমজীবীসহ সাধারণ মানুষের আয় বাড়েনি। ফলে তাদের জীবনের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দিয়ে দেশের আমদানি-রপ্তানির প্রধান ক্ষেত্র সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণে তুলে দিচ্ছে। মায়ানমারে করিডোর দেয়া, স্টারলিংক এদেশে আনা এবং কাতার ও তুরস্কের অস্ত্র তৈরির কারখানা আমাদের দেশে করার অনুমতি দিয়ে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্তের মধ্যে ঠেলে দিচ্ছে। এই সরকারের আর ক্ষমতায় থাকা দীর্ঘস্থায়ী করার কোন কারণ আমরা দেখছি না। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে সরকার ঘোষিত তারিখের মধ্যে একটি সুষ্ঠু, অংশগ্রহণ, গ্রহণযোগ্য নির্বাচন করে এই সরকারকে বিদায় নিতে হবে। নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এটা দেশের অন্যতম বৃহত্তম কর দাতা এলাকা। অথচ মেট্রোরেলের এমআরটি লাইন-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেয়া হয়েছে। পূর্বের পরিকল্পনায় থাকলেও কার স্বার্থে কী উদ্দেশ্যে এই প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেয়া হলো। মেট্রোরেলের প্রকল্পে নারায়ণগঞ্জ মূল শহরকে যুক্ত করতে হবে। অন্যান্য বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি। নারায়ণগঞ্জেও ডেঙ্গু ও চিকনগুনিয়া আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। অবিলম্বে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে সিটি কর্পোরেশন ও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারায়ণগঞ্জে বাস্তবসম্মত সমীক্ষা নাকরে বিআইডব্লিউটিএ নগর খানপুর এলাকায় কন্টেইনার পোর্ট করার পরিকল্পনা নিয়েছে। যা নারায়ণগঞ্জে যানজট বৃদ্ধিসহ শহরে জটিলতা বৃদ্ধি করবে। অবিলম্বে এ প্রকল্প বাতিল করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা