আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | রাত ৯:৫২

না’গঞ্জে একদিনে সাত লাশ

ডান্ডিবার্তা | ২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ এক দিনে ৭টি লাশ উদ্ধার করেছে পুলিশ। ২টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩জন। পানিতে ডুবে এক শিশুসহ ২জন ও পৃথক ফ্ল্যাট বাসা থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কবির দিপ (২১), সুমন (২০), মো. আব্দুল্লাহ, ইদ্রিস আলী ব্যাপারী (৪৫),
সাইফা আক্তার (৮)। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে এক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন এবং আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাচল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সোহেল রানা। নিহতরা হলেন: রাজধানীর কাফরুল থানার কামাল খান রোডের জসিম উদ্দিনের ছেলে আবরার কবির দিপ (২১) ও শ্যাওড়াপাড়া এলাকার সেকান্দারের ছেলে সুমন (২০)। আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী রাব্বি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশ পরিদর্শক সোহেল রানা। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, পূর্বাচলে ৩০০ ফুট সড়কে পাশাপাশি দু’টি মোটরসাইকেলে প্রতিযোগিতা চলছিল। সড়কটির কাঞ্চনমুখী লেনে অতিরিক্ত গতির মোটরসাইকেল দু’টি নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল সড়ক বিভাজকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। অপর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বেসরকারি আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দু’জন মারা যান এবং পরে রাব্বিকে কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। হতাহতরা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানান তিনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে, আগেই মোটরসাইকেলটির আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পরে মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়। ফতুল্লায় পৃথক দুটি ফ্ল্যাট থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পুরুষের মরদেহটি পচে বিকৃত হয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে ঋতু আক্তার (২৩) এবং পশ্চিম লামাপাড়া এলাকা থেকে ওয়াহিদুজ্জামান রাজীবের (৩৬) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। নিহত ঋতু আক্তার (২৩) নেত্রকোনার কেন্দুয়ার ঘোলাইল গ্রামের কাসেম মিয়ার মেয়ে। আর নিহত ওয়াহিদুজ্জামান রাজিব (৩৬) পাবনা জেলার ঈশ্বরদী থানার দিয়ার সাহাপুর গ্রামের মৃত. ইয়াকুব আলী সরদারের ছেলে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ইমাম উদ্দীনের ভাড়াটিয়া বাসার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন গার্মেন্টকর্মী মাসুম মিয়া ও তার স্ত্রী ঋতু আক্তার। সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ঋতু আক্তারের মৃতদেহ তার রুম থেকে উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী মাসুম মিয়াকে পাওয়া যায়নি। অপরদিকে দুপুরে পশ্চিম লামাপাড়া এলাকার বাবুল মিয়ার ভাড়াটিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে গার্মেন্টের এক্সসরিজ ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজিবের বিকৃত পচা মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে দুটি মৃত্যুর কারণ বলা সম্ভব না। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আব্দুল্লাহ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মগঞ্জ এলাকার চালক মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে ইজিবাইকটি চালিয়ে যাওয়ার সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই চালক শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। সে বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া থাকতো। পরে খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশের এই কর্মকর্তা জানায়, নিহত শিশু আব্দুল্লার পরিবার এ ঘটনায় মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে ফতুল্লা সরকারী তেল ডিপো যমুনা ঘাটের পেছনে ভাসমানবস্থায় বুড়িগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করে। নিহত ইদ্রিস আলী ব্যাপারী শরিয়তপুর জেলার শখিপুর থানার চরজিন কিং গ্রামের মৃত সিদ্দিক আলী ব্যাপারীর পুত্র। সে ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকায় বসবাস করতো। পাগলা নৌ পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ইদ্রিস আলী একজন নৌকার মাঝি ছিলেন। গত তিন দিন পূর্বে গত ২২ সেপ্টেম্বর দুপুর একটার দিকে নৌকা চালানোর সময় অসাবধানতাবশতঃ বুড়িগঙ্গা মাঝ নদীতে নৌকা থেকে পানিতে পরে যায়। এতে করে সে নদীর পানিতে তলিয়ে যায়। গতকাল বুধবার বেলা ১২ দিকে লোক মারফত সংবাদ পেয়ে তিনি সহ নিহতের পরিবারের স্বজনেরা ফতুল্লার যমুনা ঘাটে এসে ভাসমান লাশটি নিখোঁজ ইদ্রিস আলীর মৃতদেহ উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি পুকুর থেকে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার দুপুরে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। নিহত সাইফা আক্তার শিমরাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে। কাঁচপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বেলা দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। অজ্ঞান অবস্থায় সাইফাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা