
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনে প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা করেও বিন্দু মাত্রও অনুশোচনা নেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ নেতাকর্মীদের। তারা গণহত্যার মত কঠিন অপরাধ করেও তাদের মধ্যে অনুতপ্ত নেই। উল্টো তারা গণহত্যাকারী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করেই চলছে। দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। গত বছরের ৫ আগষ্টে শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। বৈষম্যবিরোধী আন্দোলনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়লে ক্ষমতাসীন আওয়ামী লীগ মুহূর্তেই ভেঙে পড়ে। শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। অথচ এই নাটকীয় পালাবদলের পরও নারায়ণগঞ্জের সাবেক এমপিদের জীবনযাত্রায় বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। উল্টো তারা রয়েছেন ফুরফুরে মেজাজে, উপভোগ করছেন বিলাসী জীবন। অনুতপ্ত হওয়ার বিন্দুমাত্র লক্ষণ নেই কারো মধ্যেই। গ্রেফতার আতঙ্কে কর্মীরা, নির্বিকার সাবেক এমপিরা। নারায়ণগঞ্জের সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন মামলার খড়গ আর গ্রেফতার আতঙ্কে ছুটোছুটি করছেন। অনেকে পরিবার নিয়ে জেলা ছেড়ে অন্যত্র লুকিয়ে রয়েছেন। অথচ যাদের নির্দেশে আন্দোলনের সময় গুলি চলেছিল, দমন-পীড়ন হয়েছিল, সেই সাবেক এমপিরা দায়িত্বজ্ঞানহীন ভাবে বিলাসী জীবনযাপনে মগ্ন। একদিকে তাদের অনুসারীরা পালিয়ে বেড়াচ্ছেন, অন্যদিকে তারা বিদেশ ভ্রমণ, কেনাকাটা, ব্যক্তিগত উৎসব উপভোগ করছেন। রূপগঞ্জ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী একমাত্র যিনি ধরা পড়েছেন। গত ২৪ অক্টোবর রাতে ঢাকার শান্তিনগর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার অসংখ্য মামলা রয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালাতে দেখা গিয়েছিল। অভিযোগ রয়েছে, তার অনুসারীদের গুলিতে রিয়া গোপ নামে এক শিশু নিহত হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সম্প্রতি স্ত্রীকে নিয়ে আনন্দঘন পরিবেশে বিবাহবার্ষিকীর কেক কাটেন। নজরুল ইসলাম বাবুও পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে সময় কাটিয়েছেন। কেবল সেলিম ওসমান আড়ালে রয়েছেন। একাধিক সূত্র জানায়, তিনি দেশেই আত্মগোপনে আছেন। আওয়ামী লীগ শাসনামলে এই এমপিরাই ছিলেন সর্বশক্তিমান। তাদের নির্দেশ ছাড়া স্থানীয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নিত না। বিরোধীদের উপর চালানো হতো দমন-পীড়ন। মতের ভিন্নতা দেখলেই ব্যবহার করা হতো রাষ্ট্রযন্ত্র। সেই সর্বময় ক্ষমতাধররা আজ রাজনীতিতে অচল হয়ে পড়লেও তাদের আচরণে বিন্দুমাত্র অনুতাপ নেই। বরং অতীতের দাপটকেই তারা এখনো গর্বের সঙ্গে মনে করেন। অনেকেই সাধারণ পরিবার থেকে উঠে এসে রাজনীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আজ তারা সেই অর্থ-সম্পদের জৌলুসে রাজনীতি থেকে দূরে থেকেও বিলাসী জীবনযাপন করছেন। একসময় “ধরাকে সরা জ্ঞান” করা এই নেতাদের পতনের পরও জীবনযাত্রায় পরিবর্তন নেই বললেই চলে। এই বৈপরীত্য জনগণের মনে ক্ষোভ বাড়াচ্ছে। সাধারণ নেতাকর্মীরা যখন পালিয়ে বেড়াচ্ছেন, তখন সাবেক এমপিদের এই নির্বিকারতা জনগণকে ভাবিয়ে তুলছে। আন্দোলনের সময় যারা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারা আজ নিজেদের দায় এড়িয়ে নির্বিঘেœ সময় কাটাচ্ছেন। এতে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা আরও ক্ষীণ হচ্ছে। শেখ হাসিনাবিহীন প্রেক্ষাপটে বিএনপি নতুন উদ্দীপনায় মাঠে নেমেছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা এখন আরও সংগঠিত। নারায়ণগঞ্জ বিএনপিও এর ব্যতিক্রম নয়। নেতাকর্মীরা পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। স্থানীয় পর্যায়ে এখন বিএনপির উত্থান স্পষ্ট হয়ে উঠছে। ভবিষ্যতের প্রশ্ন হলো নারায়ণগঞ্জের সাবেক এমপিরা কি আবারও রাজনীতিতে ফিরে আসতে পারবেন? তারা কি জনগণের কাছে দায় স্বীকার করে নতুন আস্থার জায়গা তৈরি করবেন? নাকি বিলাসী জীবনযাপনেই সীমাবদ্ধ থাকবেন? একসময় যাদের উপস্থিতিতে রাজনীতি প্রকম্পিত হতো, তাদের অনুতাপহীনতা এখন রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মতিউর রহমান চৌধুরী কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে, আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে। যেমনটা হয়েছে ভারতের বেলায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইবুন্যালে মামলা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯