আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | রাত ১০:১৪

দুর্গাপূজা উদযাপনে পাশে থাকবে বিএনপি

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে হিন্দু স¤প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে বিএনপি নেতারা পাশে রয়েছে। ইতিমধ্যে বিএনপি নেতারা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান দিয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দুর্গা পূজা নির্বিঘেœ পালনের জন্য সনাতনিদের নিরাপত্থার জন্য প্রস্তুতিমূলক সভাও করেছে। আর এ পূজায় বিএনপি পাশে থাকবে এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে দল থেকে এ ব্যাপারে জেলা ও মহানগর নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজায় যাতে কেউ বিশেষ করে পতিত স্বৈরাচারের অনুচররা কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাংক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ৭০টি পূজামÐপে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। প্রথম ধাপে নারায়ণগঞ্জ শহরের ৪২টি দুর্গাপূজা মÐপে অনুদান দেওয়া হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এই অনুদান প্রদান অনুষ্ঠানটি ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পালপাড়া সত্যধাম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর, দ্বিতীয় ধাপে, গত ২৭ সেপ্টেম্বর বন্দর উপজেলার স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী আশ্রম, প্রেমতলা, লাঙ্গলবন্দে আয়োজিত এক অনুষ্ঠানে বন্দর উপজেলার ২৮টি দুর্গাপূজা মÐপের আয়োজকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ বিষয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমাদের বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সকল ধর্ম ও স¤প্রদায়ের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিকের প্রকৃত দায়িত্ব।” এই অনুদান প্রদানের মাধ্যমে তিনি সা¤প্রদায়িক স¤প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং সকল নাগরিকের অধিকার রক্ষায় তার প্রতিশ্রæতিকে আরও দৃঢ় করছেন বলে জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা