আজ রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২ | ৫ রবিউস সানি ১৪৪৭ | রাত ১:০৪

ভোটার আকৃষ্টের মিশনে জামায়াত

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোট
জামায়াতে ইসলামী সকলআসনে প্রার্থী চুড়ান্ত করেছে। দলের তৃণমূলের ভোটে এসব প্রার্থী ঠিক করা হয়েছে বলে জামায়াত জানিয়েছে। জামায়াতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, জোট গঠন হলে বা কোনো দলের সঙ্গে সমঝোতা হলে শরিক দলের সমর্থনে প্রার্থী সরিয়ে নেওয়া হবে। তাই কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসনেই জামায়াতের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। তারা এখন ভোটাদের আকৃষ্ট করতে মাঠে রয়েছে। এদিকে আওয়ামী লীগের পতনের পর বিএনপির মিত্র এ দলটি এখন বিএনপির নির্বাচনী প্রতিদ্ব›দ্বী হয়ে ওঠার চেষ্টা করছে। সংস্কারের বেলায়ও তারা কয়েকটি বিষয়ে বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে। সর্বশেষ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ছয়টি দলকে নিয়ে যুগপৎ আন্দোলনও করছে জামায়াত। পিআর দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেবে কিনা– ভেবে দেখার হুঁশিয়ারি দিলেও দলটি সব আসনেই প্রাথমিক প্রার্থী বাছাই করে গত জানুয়ারি থেকে ভোটের প্রচার শুরু করেছে। তাদের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, পিআরের দাবিতে শেষ পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় করা না গেলে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনে কীভাবে ভালো ফল করা যাবে, সে প্রস্তুতি নিচ্ছে তারা। যদিও তাদের প্রার্থীরা পিআরের পক্ষে বলছেন এবং ভোট চাইছেন। জামায়াত গত বছরের নভেম্বর, ডিসেম্বরে প্রথম এবং গত জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ের জরিপ পরিচালনা করেছে বলে জানিয়েছেন এ জ্যেষ্ঠ নেতা। গত জানুয়ারিতে সম্ভাব্য প্রার্থী বাছাই শুরু করে জামায়াত। পরের মাসে জেলার নেতাদের ভোটে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় বহু দশক ধরে অনুসরণ করা জামায়াতের এ নিয়ম পরিবর্তন হতে পারে। ভোটে বিএনপিকে টক্কর দিতে দলের বাইরে থেকেও প্রার্থী আনার চিন্তা রয়েছে তাদের। একজন জ্যেষ্ঠ নেতা বলেন, এলাকায় গ্রহণযোগ্য, জাতীয়ভাবে পরিচিত কোনো মুখ প্রার্থী হতে চাইলে বিবেচনা করা হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অমুসলিম ব্যক্তিদেরও বিবেচনা করা হবে। ১৯৯৬ সালের পর এককভাবে নির্বাচন করেনি জামায়াত। ২০০১ সালে ৩১, ২০০৮ সালে ৩৮ এবং ২০১৮ সালে ২২ আসনে বিএনপির সঙ্গে জোট করে প্রার্থী দেয় তারা। দলের নিবন্ধন ফিরে পাওয়া জামায়াত এবার চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনহ কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার আলাপ চালাচ্ছে। এদিকে প্রতিদিন নারায়ণগঞ্জে জামায়াতের নেতারা বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাদের টার্গেট ভোটারদের আকৃষ্ট করা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা