আজ রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২ | ৫ রবিউস সানি ১৪৪৭ | রাত ১২:৫৭

আড়াইহাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:২০ পূর্বাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়িটি থেকে আসবাবপত্র তছনছ করে প্রায় নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার মূল্যবান বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পরিবারের সদস্যরা ‘৯৯৯’ কল দিয়ে সহযোগিতা চান। পরে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। বাড়ির মালিক সালাম মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একদল ডাকাত তার একতলা ভবনের ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে তারা ঘরের প্রদান দরজা সিমেন্টের পিলার দিয়ে ভেঙে ফেলে। এক পর্যায়ে দুটি কক্ষে প্রায় ৩০ থেকে ৩৫ জনের ডাকাত দল অবস্থান নিয়ে সবাইকে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে জিম্মি করে ফেলে। পরে স্টীলের আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র প্রায় ৩০ মিনিট ব্যাপী তছনছ করে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে নগদ ১০ লাখ টাকা, ১০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কা, একটি আইফোন, একটি স্যামসাং আলট্রসহ আরও তিনটি মোবাইল সেট লুটে নেয়। এছাড়াও আলমারীতে থাকা বিপুল পরিমাণে দামী বিভিন্ন কাপড়-চোপড়ও নিয়ে যায়। সালাম মিয়া আরও বলেন, ডাকাত দলের সদস্যরা আতংক সৃষ্টি করার উদ্দেশ্যে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েন। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, শীতের আগেই বশত বাড়িতে ডাকাতির ঘটনায় মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। পুলিশের টহল বাড়ানো না হলে ডাকাতির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশা করছি দ্রæত সময়ের মধ্যে দুবৃর্ত্তদের গ্রেপ্তারে সক্ষম হবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা